কিছুদিন আগেই তিনি সটান বলেছিলেন, 'আমি প্রবাদের সেই কচ্ছপ, খরগোশ নই।' প্রায় চার বছর ধরে নতুন কোনও ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনকে (aishwarya rai bachchan) দেখা যায়নি। তবে এরপর তাঁকে দেখা যেতে চলেছে তামিল ছবি 'পন্নিইন সেলভান'-এ। মনিরত্নমের (maniratnam) পরিচালনায় এ ছবিতে অভিনেত্রী (actress) থাকছেন যুগ্ম-ভূমিকায় থাকছেন। এর মধ্যেই 'কান চলচ্চিত্র উৎসব'-এ (cannes film festival) ভারত থেকে যাওয়া অভিনেত্রীদের মধ্যে সবথেকে পরে পৌঁছলেও, গোটা বিশ্বের ফ্যাশন(fashion) দুনিয়ার নজর কেড়ে নিয়েছেন ঐশ্বর্য।
কান-এর তৃতীয় দিনেও লাল গালিচায় রূপ আর ফ্যাশনের ছটায় সবাইকে বলে বলে গোল দিলেন রাইসুন্দরী। বয়স পঞ্চাশ ছুঁইছুঁই। এই বয়সেও রেড কার্পেটে আগুন ধরালেন বচ্চন-ঘরণী। ভারতীয় ফ্যাশন ডিজাইনার গৌরব গুপ্তার স্কাল্টেড গাউনে ঝলমলে হয়ে উঠলেন তিনি।
অপূর্ব সুন্দর গাউনের আধিক্য থাকার কারণে এক্কেবারে কম জুয়েলারিতে সেজে উঠেছিলেন সুন্দরী। সেই সঙ্গে খোলা চুলের ঢেউ। পোশাক থেকে অলঙ্কার,সবেতেই ঢেউ লক্ষ্য করা গেল ঐশ্বর্যর তৃতীয় দিনের সাজে।