দেশব্যাপী ফের বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ। মহারাষ্ট্র বিশেষ করে মুম্বইয়ে ফের বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক। রাজ্যের হাসাপাতালগুলোকে ফের প্রস্তুতি নিতে নির্দেশ পাঠিয়েছে মহারাষ্ট্র সরকার। এই আবহে আক্রান্ত ক্যাটরিনা কাইফ। জানা গিয়েছে, হোম আইসোলেশনে রয়েছেন তিনি। সম্প্রতি করণ জোহরের ৫০তম জন্মদিন উদযাপনের পার্টিতে আমন্ত্রিত ছিলেন ভিকি-ক্যাটরিনা। সেখান থেকেই আক্রান্ত হতে পারেন অভিনেত্রী।
এই প্রসঙ্গে উল্লেখ্য, ওই বার্থ ডে পার্টির অন্যতম আমন্ত্রিত আদিত্য রয় কাপুরও করোনা আক্রান্ত। তাই করোনার সংক্রমণবৃদ্ধি হওয়ায় এই মুহূর্তে বদ্ধদ্বার পার্টি করতে পরামর্শ দিয়েছে বৃহৎমুম্বই পুরসভা।
এদিকে, ফের করোনা আক্রান্ত কার্তিক আরিয়ান। শনিবার ইনস্টাগ্রাম পোস্টে নিজের করোনা পজিটিভ হওয়ার কথা জানান অভিনেতা। এই নিয়ে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন এই বলি অভিনেতা।
এদিন করজোড়ে একটি ছবি পোস্ট করে মজাদার পোস্ট লিখে কোভিড পজিটিভ হওয়ার কথা জানান অভিনেতা। লেখেন, ''সব কুছ ইতনা পজিটিভ চল রাহা থা। কোভিড সে রাহা নেহি গয়া।'' অর্থাৎ সব কিছুই খুব পজিটিভ ভাবে কাটছিল, তাই কোভিডও আর থাকতে পারল না।