২৫ এপ্রিল, ২০২৪

Tollywood:'ফাটাফাটি'র জন্য ডবল এক্সএল হয়েছেন ঋতাভরী! জানুন সেই অভিজ্ঞতা
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-27 13:46:01   Share:   

মুক্তির অপেক্ষায় ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) অভিনীত 'ফাটাফাটি'(Fatafati)। গৃহিনী থেকে প্লাস সাইজ মডেল হয়ে ওঠার গল্প বলবে এই সিনেমা। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিনেমার একটি গান 'জানি অকারণ'। ছোট পর্দা থেকে অভিনয় শুরু করেছেন ঋতাভরী, অভিনয় করেছেন বড় পর্দাতেও। তবে চিরাচরিত ঋতাভরীকে তাঁর আসন্ন সিনেমায় একটু অন্যরকম লাগবে। অভিনেত্রীকে সাধারণত টোনড ফিগারেই দেখা যায়। তবে চরিত্রের প্রয়োজনে যে তিনি নিজের আমূল পরিববর্তন ঘটাতে পারেন, সেই প্রমাণ দেবে 'ফাটাফাটি'। কতটা সহজ ছিল এই পরিবর্তন? রবিবার নিজের ফেসবুক থেকে নিজেই লিখেছেন সে কথা।    


ঋতাভরী লিখছেন,'রবিবার আমার সিনেমা ফাটাফাটির জানি অকারণ গানটি মুক্তি পেয়েছে। গানটি যেভাবে আপনারা গ্রহণ করেছেন তাতে আমি আপ্লুত। সিনেমার জন্য এই প্রথমবার আমি এত বড় শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে গেলাম।' অভিনেত্রী এরপর শারীরিক পরিবর্তনের জার্নি ভাগ করে নিয়েছেন। তিনি লিখেছেন,'আমার অস্ত্রোপচারের পর আমি ৬ মাস বিছানায় শয্যাশায়ী ছিলাম। ৭ কিলো ওজন বেড়ে গিয়েছিল। এরপর আমি দুটো সিনেমার জন্য আবারও পুরোনো চেহারায় যাওয়ার আয়োজন শুরু করি।'

এমনই এক মুহূর্তে 'ফাটাফাটি' সুযোগ এল ঋতাভরীর হাতে, কীভাবে বদলে গেল জীবনযাত্রা সে কথা লিখেছেন। ঋতাভরী লিখছেন, 'এরপর ফাটাফাটি আমার জীবনে এলো। সিনেমার কাহিনী সব বদলে দিল। আমি যখন চিত্রনাট্য শুনি তখন বুঝতে পারি XXL মডেলের চরিত্রকে যথাযথ করে তুলতে হলে আমাকে ১৫ থেকে ২০ কিলো ওজন বাড়াতে হবে।'

হাতে যে দুটি সিনেমা ছিল তার কী হল? ঋতাভরী নির্দ্বিধায় বাকি দুটি সিনেমা ছেড়ে দেন। কিন্তু এই সিদ্ধান্ত কতটা সঠিক? অভিনেত্রী লিখছেন, 'কিছু গল্পের জন্য যাবতীয় সবরকম সমস্যার মোকাবিলা করা যায়।' কিন্তু এই চিত্রনাট্য বেছে নেওয়ার পিছনে কোন ভাবনা কাজ করেছিল ঋতাভরীর? তিনি লিখেছেন 'আমি সবসময় যদি শেমিংয়ের বিরোধিতা করি। এমনকি আমার অস্ত্রোপচারের পর আমিও এর স্বাদ পেয়েছি। প্রতিনিয়ত যারা শেমিংয়ে সম্মুখীন হন, এমন অনেকের হয়ে কথা বলার সুযোগ পেয়েছি এই সিনেমায়।'



Follow us on :