সুশান্ত সিং রাজপুতের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে একটি পুরনো ছবি পোস্ট করেন রিয়া চক্রবর্তী। প্রয়াত অভিনেতার চর্চিত বান্ধবী সেই পোস্টে লেখেন, 'প্রতিদিন তোমাকে মিস করছি।' এ প্রসঙ্গে উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার মাউন্ট ব্ল্যাঙ্ক আবাসন থেকে উদ্ধার হয়েছিল সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ।
সেই রহস্যমৃত্যু করোনার প্রথম ঢেউয়ের আবহে তোলপাড় করেছিল গোটা দেশকে। মৃত্যু রহস্যের পর্দাফাঁস করতে সিবিআই পর্যন্ত তদন্তভার নিয়েছিল। এরপরে আরব সাগর দিয়ে গ্যালন গ্যালন জল বয়েছে। ক্রমশ থিতু হয়েছে সুশান্ত-কাণ্ড। কিন্তু সেই সময় সবচেয়ে সমালোচিত ব্যক্তি এদিন আবার অভিনেতার সঙ্গে ছবি পোস্ট করে পুরনো বিতর্ক উসকে দিলেন কি?