কাজের সূত্রে হায়দরাবাদ গিয়ে হাসপাতালে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে। এরপরেই গুঞ্জন রটে, তাহলে কি অসুস্থ এই বলিউড সুন্দরী? তাঁর নাকি আচমকা হার্টবিটও বেড়ে গিয়েছিল। তাই একটুও সময় নষ্ট না করে অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেসব জল্পনায় জল ঢেলে জানা গিয়েছে, নিয়মিত চেকআপের জন্য হাসপাতাল গিয়েছিলেন বলিউডের পিকু।
তিনি সম্পূর্ণ সুস্থ এবং কাজেও যোগ দিয়েছেন। তবে দীপিকাকে নিয়ে এই জল্পনার নেপথ্যে অবশ্যই কেকের সাম্প্রতিক অকাল প্রয়াণ। যেভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জনপ্রিয় সঙ্গীতশিল্পীর, সেই প্রয়াণ এখনও অনেকে মেনে নিতে পারেননি। পাশাপাশি টেলিভিশন এবং বড়পর্দার অনেক পরিচিত মুখ, গত কয়েকমাসে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত। তাই হায়দরাবাদের হাসপাতালে দীপিকার ঝটিকা সফরে স্পষ্টতই আতঙ্ক ছড়িয়েছিল অনুরাগী মহলে।