কয়েক হাত দূরে সলমন খান। কিন্তু কোনওভাবেই তাঁকে স্পর্শ করা যাচ্ছে না। শত অনুনয়-বিনয় খারিজ করে দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তারক্ষী। তাই বাধ্য হয়েই কান্না জুড়লেন এক মহিলা অনুরাগী। যাকে বলে রীতিমতো হাউ-হাউ করে কান্না। জানা গিয়েছে, দুবাই এক্সপো ঘুরে দেখতে গিয়েছিলেন বলিউডের ভাইজান। অনুরাগীদের অনুরোধ রাখতে করেন পারফর্ম। উপস্থিত দর্শকরা যখন দাবাং পাণ্ডের বিনোদনে মশগুল, তখনই মঞ্চের ধারে কান্নার শব্দ পান সঞ্চালক মনীশ পল।
কী হয়েছে, জানতে গেলে সেই মহিলার অভিযোগ, 'এত অনুনয়-বিনয়ের পরেও ভাইজানের সঙ্গে দেখা করতে দেবেন না নিরাপত্তারক্ষীরা। এরপরেও সেই মহিলার কান্নার রোল আরও বাড়ে। উত্তেজনা প্রশমনে হস্তক্ষেপ করেন সঞ্চালক। ভক্তকে নিশ্চয় তাঁর ভগবানের সঙ্গে দেখা করিয়ে দেওয়া হবে। এই আশ্বাসে কান্না থামান ওই মহিলা। এদিকে, টাইগার থ্রি-র শ্যুটিংয়ের ফাঁকেই দুবাইয়ে সফর করছেন সলমন। সেই অনুষ্ঠানে তাঁর সঙ্গী আয়ুষ শর্মা, সোনাক্ষী সিংহ,মনীশ পল, পূজা হেগড়ে, দিশা পাটানি, গুরু রণধাওয়া এবং সাই মঞ্জরেকর।