হায়দরাবাদের অভিজাত বানযারা হিলসের একটি বহুতল থেকে উদ্ধার ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেল্লার দেহ। বলিউড এবং দক্ষিনী ছবির পরিচিত ডিজাইনার প্রত্যুষার ঘর থেকে পাওয়া গিয়েছে কার্বন মোনো-অক্সাইডের বোতল। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, কার্বন মোনো-অক্সাইড খেয়ে আত্মহত্যা করেছেন তিনি।
হায়দরাবার পুলিশ ইতিমধ্যে রহস্যজনক মৃত্যুর মামলা রুজু করেছে। খবর দেওয়া হয়েছে প্রত্যুষার বাড়িতেও। তবে প্রত্যুষার বন্ধুরা জানাচ্ছেন, বেশ কিছু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।
ফ্যাশন ডিজাইনার হিসেবে ২০১৩ সাল থেকেই প্রত্যুষার বেশ জনপ্রিয়। বলিউডে কাজল, মাধুরী দীক্ষিত,জুহি চাওলা, রবিনা ট্যান্ডন-সহ সানিয়া মির্জার মতো তারকাদের দেখা গিয়েছে প্রত্যুষার নকশা করা পোশাকে।