সালটা ২০১৯। রানাঘাটের প্ল্যাটফর্মে বসে কিছু যুবকের তাক করা মোবাইলের লেন্সের সামনে, সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের এক পেয়ার কা নাগমা হ্যায় গেয়ে রাতারাতি বিখ্যাত হয়েছিল রাণু মণ্ডল। ঝড়ের গতিতে রাণাঘাট থেকে পাড়ি দিয়েছিলেন 'স্বপ্নের নগরী' মুম্বইয়ে। হিন্দি চলচ্চিত্র জগতের বিখ্যাত সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়ার হাত ধরে পেয়েছিলেন বলিউডে গান গাওয়ার সুযোগও। এরপরের ইতিহাসটা তো সকলেরই জানা। আরও একবার সোশ্যাল মিডিয়ায় প্রয়াত লতাজির গান গেয়ে ভাইরাল এক প্রৌঢ়া।
ভাইরাল হওয়া ভিডিওতে ওই প্রৌঢ়াকে 'হীর-রাঞ্ঝা' ছবিতে লতা মঙ্গেশকরের গাওয়া 'মিলো না তুম তো, হাম ঘাবড়ায়ে'-গানটি গাইতে শোনা যাচ্ছে। বয়সের ভারে শরীরজুড়ে পড়েছে বলিরেখা। সোজাভাবে দাঁড়াতেও সমস্যা হয় বেজায়। তবে, ওই প্রৌঢ়ার সুরেলা কণ্ঠে ভাঁজ পড়েনি এতটুকুও। এই বয়সেও গলাখানা একইভাবে সপ্রতিভ। খালি গলায় গেয়ে মাতিয়ে দিতে পারেন আসর।
সামনে রাখা হারমোনিয়াম বাজিয়ে আপন মনে গেয়ে চলেছেন বৃদ্ধা। পাশে চলছে ঢোলের সঙ্গত। সুর, তাল, ছন্দে এক্কেবারে টানটানভাবে গেয়ে চললেন তিনি। সেই গান শুনেই ঠাহর করা যায়-প্রতিনিয়ত চর্চার মধ্যে থাকেন তিনি।
कला किसी शय कि मोहताज नहीं ❤️ pic.twitter.com/RQhRAFbyUf
— दर-बदर (@Mahanaatma1) May 4, 2022
গতকাল ছিল মাতৃদিবস। আর সেইদিনেই সোশ্যাল মিডিয়াজুড়ে বৃদ্ধার এই চমৎকার গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
নেটিজেনরা এই প্রৌঢ়ার সুরেলা কণ্ঠকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। কেউ বলছেন, 'মায়েদেরও যে জীবনে নতুন কিছু করার রয়েছে, তারই অনুপ্রেরণা দিচ্ছেন এই দিদা।' আবার কেউ সোশ্যাল মিডিয়ায় লিখছেন,'গান যে তাঁর বড্ড পছন্দের, তা এই ভিডিও দেখলেই স্পষ্ট বোঝা যায়।'