ব্রেকিং নিউজ
Veteran-Actor-Annu-Kapoor-was-hosipitalised-due-to-heart-problem-in-Delhi
Annu: তড়িঘড়ি দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন অন্নু কাপুর, এখন কেমন আছেন অভিনেতা

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2023-01-27 14:47:33


বৃহস্পতিবার আচমকা বুকে ব্যথা নিয়ে দিল্লির এক হাসপাতালে ভর্তি (Hospitalized) হয়েছেন বলিউডের (Bollywood) প্রবীণ অভিনেতা অন্নু কাপুর (Annu Kapoor)। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, প্রবীণ অভিনেতা বর্তমানে স্থিতিশীল এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। আপাতত কয়েকদিন হাসপাতালেই চিকিৎসকদের নজরদারিতে রাখা হবে তাঁকে। তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই কপালে চিন্তার ভাঁজ অনুরাগী মহল থেকে শুরু করে চলচ্চিত্র জগতে। কার্ডিওলজি ডিপার্টমেন্টে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

উল্লেখ্য, নয়ের দশকের জনপ্রিয় অভিনেতা আন্নু৷ ওয়েব সিরিজ থেকে বড় পর্দা তাঁর অভিনয় দক্ষতায় সমানভাবে মুগ্ধ করেছেন দর্শকদের। ‘মিস্টার ইণ্ডিয়া’ থেকে ‘জলি এল এল বি ২’, তেজাব, রাম লক্ষ্মণ, ঘায়েল, ডর ইত্যাদি একাধিক সিনেমা তাঁর ঝুলিতে। এমনকি ‘ভিকি ডোনার’ সিনেমার জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন অন্নু।

সম্প্রতি আয়ুষ্মান খুরানা অভিনীত ভিকি ডোনর, ড্রিম গার্ল ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে রেনকোট ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন