জন্মদিনেই রহস্যজনক মৃত্যু অভিনেত্রীর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাথটব থেকে উদ্ধার হয় ওই অভিনেত্রীর নিথর দেহ। শুক্রবার কোঝিকোড়ের পরমবিল বাজারে অবস্থিত নিজের ফ্ল্যাট থেকেই উদ্ধার হল দক্ষিণী মডেল তথা অভিনেত্রী সাহানার দেহ। আত্মহত্যা নাকি খুনের ঘটনা, তা জানতে মৃত অভিনেত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। প্রাথমিকভাবে আত্মহত্যার কথা বলা হলেও, অভিনেত্রীর মায়ের অভিযোগ, তাঁর মেয়েকে খুন করা হয়েছে। মৃতের মায়ের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য সাহানার স্বামী সজাদকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেড় বছর আগে কাতার এয়ারলাইন্সে কর্মরত সাজাদের সঙ্গে বিয়ে হয়েছিল তামিল ছবির সুন্দরী অভিনেত্রী সাহানার। বিয়ের পরেই মডেলিং জগতে পা রেখেছিলেন ২০ বছরের সাহানা। সুন্দরী হওয়ার কারণে মডেলিংয়ের পাশাপাশি তামিল ছবিতেও অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। মৃত অভিনেত্রীর মায়ের অভিযোগ, মডেলিং ও অভিনয় জগত থেকে প্রচুর টাকা রোজগার করায় টাকার জন্য সাহানার উপর শ্বশুরবাড়ির লোকজন লাগাতার চাপ দিতে থাকে। এমনকী স্বামী সজাদও কাতার এয়ারলাইন্সের চাকরি ছেড়ে দেন।
নিজের মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সাহানার দেখাসাক্ষাত্ বন্ধ করে দিয়েছিল শ্বশুরবাড়ির লোকজন। বাধ্য হয়েই শ্বশুরবাড়ি ছেড়ে কোঝিকোড় থেকে ১৪ কিলোমিটার দূরে পরমবিল বাজারের কাছে এক ভাড়াবাড়িতে উঠে আসেন সাহানা। ওই বাড়ি থেকেই এদিন দক্ষিণী মডেল ও অভিনেত্রীর দেহ উদ্ধার করা হয়।
সাহানার মায়ের দাবি, তাঁর মেয়েকে খুন করা হয়েছে। মেয়ে কোনওমতেই আত্মহত্যা করতে পারে না। তাঁর কথায়, ''বৃহস্পতিবারই সাহানা আমাকে ফোন করেছিল। আজ শুক্রবার ওর ২০তম জন্মদিন ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে জন্মদিন পালনের পরিকল্পনা নিয়েছিল। জন্মদিন উপলক্ষে ছোট অনুষ্ঠানের আয়োজন করেছিল। আমাদের সবাইকে ডেকেছিল। ও যদি আত্মহত্যাই করবে, তাহলে কেন নিজের জন্মদিন নিয়ে এতটা উত্সাহী ছিল?'' সব মিলিয়ে অভিনেত্রীর রহস্যমৃত্যুকে ঘিরে চাপানউতোর শুরু হয়েছে।