ব্রেকিং নিউজ
Tollywood-actress-Dolan-Roy-reveals-her-wishes-to-be-mother-in-a-reality-show
Dolon Roy: 'মা হতে চান' দোলন রায়, কেমন সন্তান পছন্দ অভিনেত্রীর?

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2023-02-03 10:59:35


বিদেশে নাটক করতে গিয়ে দেখা, সেখান থেকে প্রেম আর তার পরেই বাগদান সারেন টলিপাড়ার জনপ্রিয় মুখ দোলন রায় এবং দীপঙ্কর দে। বিয়ের আগে ১৬ বছর একত্রবাস করেছেন তাঁরা। ২০২০ সালের জানুয়ারি মাসে আইনি মতে বিয়ে সারেন তাঁরা। দীর্ঘ ৩০ বছরের সম্পর্কে নেই কোনও দাগ, নেই কোনও মনোমালিন্য। যদিও দোলনের মনে রয়ে গিয়েছে একটি আক্ষেপ, যা তিনি শেষমেষ প্রকাশ করেছেন।

'অপুর সংসার' নামক রিয়্যালিটি শো এখন বাংলা টিভির চর্চিত বিষয়। চেনাপরিচিত টলি তারকাদের নিয়ে সেখানে একপ্রকার চাঁদের হাট বসে। এদিন এই শোয়ে উপস্থিত ছিলেন দীপঙ্কর দে ও তাঁর স্ত্রী দোলন রায়। পুরোনোa স্মৃতিচারণ-সহ বিভিন্ন প্রশ্নে মজেছিলেন দম্পতি। সেই প্রশ্নপালা পর্বের মধ্যেই হঠাৎ অভিনেত্রী দোলন রায় একপ্রকার সুপ্ত বাসনা প্রকাশ করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের ছোড়া প্রশ্নে। নিজের ইচ্ছে প্রকাশ করে অভিনেত্রী বললেন, 'আমার খুব ইচ্ছে হয় মেয়ের মা হতে। আমি নিজে মায়ের খুব কাছের। এখন আমার মায়ের বয়স হয়ে গিয়েছে। সব কিছু তো আর ভাগ করা যায় না। মেয়ে থাকলে বেশ বন্ধুর মতো মিশতাম। মনের সব কথা ভাগ করে নিতাম। আমি মা হলে বেশ বন্ধুর মতো হতাম।'






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন