সুরের জাদুতে মাতিয়েছেন সকলকে। আর সেই সুরে অনুরাগীদের ভাসাতে ভাসাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কেকে। তবে সৃজিত মুখোপাধ্যায়ের শেরদিল ছবির হাত ধরে আরও একবার তাঁর মন ভোলানো সুরে ভাসার সুযোগ পেলেন ভক্তরা। মুক্তি পেল কেকের করা শেষ গান।
বাঙালি চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায় রবিবারই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, সোমবার মুক্তি পেতে চলেছে কেকের রেকর্ড করা শেষ গানটি। চলতি বছর এপ্রিলে হিন্দি ছবি শেরদিল: দ্যা পিলিভিট সাগা-র গানের রেকর্ডিং-এর একটি ছবিও নিজের সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার করেছিলেন কেকে। সেখানে একই ফ্রেমে দেখা গিয়েছিল সৃজিত মুখোপাধ্যায়, গুলজার, শান্তনু মৈত্র আর কেকে-কে। আজ আর কেকে নেই।
উল্লেখ্য, গুলজারের কথা ও শান্তনু মৈত্রের সুরে সৃজিতের ‘শেরদিল’ ছবির জন্য ‘ধুপ পানি বেহনে দে’ গানটি রেকর্ড করেছিলেন। এটাই তাঁর জীবনের শেষ রেকর্ড করা গান হতে চলেছে, তা কি কেউ জানত? কেকে চলে গিয়েছেন। রেখে গিয়েছেন ভুবন ভোলানো শতাধিক গান। আবার কেকের গলায় নতুন গান শুনে আবেগে ভাসছেন অনুরাগীরা।
কলকাতায় লাইভ কনসার্টের পর আচমকাই মৃত্যু হয় গায়কের। বলা যেতেই পারে কলকাতাতেই মৃত্যু কেকে-র। আর সেই কলকাতা বা বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবির জন্যই গানটি রেকর্ড করেছিলেন তিনি। সৃজিত কেকে-র সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎকারের কথা জানিয়েছেন এক সংবাদমাধ্যমে। সেখানে তিনি বলেছেন, কেকে-র মৃত্যু তাঁর কাছে অবিশ্বাস্য।