একের পর টেলি ধারাবাহিকের অভিনেত্রীদের মৃত্যুর খবর আসছে। আরও এক অভিনেত্রীর অকাল প্রয়াণে শোকের শায়া টেলিভিশন জগতে। মাত্র ২১ বছরেই ঝরল প্রাণ।
মেদ ঝরানোর শখে প্লাস্টিক সার্জারি করে মৃত্যু হল কন্নড় নায়িকার। মাত্র ২১ বছর বয়সে প্রয়াত 'গীতা', 'দোরেসানি' ধারাবাহিক খ্যাত চেতনা রাজ। সোমবার বেঙ্গালুরুর এক হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। কিন্তু অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি অভিনেত্রীকে। বাড়ির সদস্যদের গোপন করেই মেদ ঝরানোর জন্য অস্ত্রোপচার করিয়েছিলেন অভিনেত্রী। তবে এরপরই নায়িকার ফুসফুসে নানা ধরনের সমস্যা দেখা দেয়। জল জমতে শুরু করে ফুসফুসে। মেয়ের মৃত্যুর জন্য চিকিৎসকদের দায়ী করেছেন চেতনার বাবা-মা। চিকিৎসকের অবহেলার জন্য চেতনার মৃত্যু হয়েছে, এই মর্মে অভিযোগ দায়ের করেছেন তাঁরা।
সোমবার বেঙ্গালুরুর এক সংস্থায় গিয়ে অস্ত্রোপচার করান তিনি। সেখানেই চেতনা অসুস্থ হয়ে পড়ায় সংস্থার কর্মীরা তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন বিকেল সাড়ে ৫টা নাগাদ। হাসপাতালের চিকিৎসকদের হুমকি দিয়ে নির্দেশ দেন, রোগীর অসুস্থতা সম্পর্কে যেন তাঁরা কাউকে কিছু না জানান। কেউ জিজ্ঞাসা করলে যেন বলা হয়, চেতনা হৃ্দরোগে আক্রান্ত হয়েছেন।
চিকিৎসকরা ৪৫ মিনিট ধরে বুকে পাম্প করা সত্ত্বেও চেতনাকে বাঁচাতে পারেননি। হাসপাতালের চিকিৎসক তাঁর বয়ানে বলেছেন, প্লাস্টিক সার্জারির সংস্থার কর্মীরা জানতেন যে, চেতনার মৃত্যু হয়েছে অনেক আগেই। তার পরেও তাঁরা হুমকি দিতে থাকেন চিকিৎসকদের। পৌনে ৭টা নাগাদ মৃত বলে ঘোষণা করা হয় চেতনাকে।