বলিউড অভিনেতা (Actor) চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডের বলিউড (Bollywood) এন্ট্রিটা বেশ জমকালোই। একের পর এক তারকার সঙ্গে কাজ করার সুযোগ খুব কম নিউ কামারেরই হয়। তবে এক্ষেত্রে অনন্যা বেশ ভাগ্যবতী। করণ জোহরের হাত ধরে বলিউডে আগমন। এরপর পেয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও।
তবে প্রেসের সামনে 'আমাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে' বলে নেটিজেনদের কম কটাক্ষ সহ্য করতে হয়নি তাঁকে। বাবার যোগাযোগের ভিত্তিতে কাজ পাওয়ারও অভিযোগ উঠেছিল। এবার সরাসরি চাঙ্কি পাণ্ডেকেই নিজের মেয়েকে সামলে রাখার পরামর্শ দিলেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার তথা চিত্র পরিচালক (Film Director) ফারহা খান। প্রকাশ্যেই লিখলেন 'নিজের মেয়েকে সামলে রাখো আগে!'
তবে কি কোনও কারণে অনন্যা পাণ্ডে কিংবা চাঙ্কি পাণ্ডের উপর ক্ষুব্ধ ফারহা?
গতকাল নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন চাঙ্কি-তনয়া। সেই ভিডিওতে নিজের পরিচয় দিতে দেখা যাচ্ছে অনন্যাকে। অভিনেত্রীকে থামিয়ে দিয়ে ফারহাকে বলতে শোনা যায়,'তুমি ‘খালিপিলি’-র জন্য জাতীয় পুরস্কার পেয়ে গিয়েছো!' এরপরই ফারহা আবার বলেন, 'আই অ্যাম জোকিং'। আসলে ফারহা ও অনন্যা-দুজনে মিলে একটি মজার ভিডিও(Video) তৈরি করেছেন। সেটিই পোস্ট করেছিলেন অনন্যা। পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'এমন বাড়াবাড়ি অভিনয়ের (Acting) জন্য পঞ্চাশ টাকা কাটা হোক! ফারহার সঙ্গে ভিডিও মানেই দেদার মজা!'
সেই পোস্টের নীচেই মজাচ্ছলে চাঙ্কি মন্তব্য করেন, 'অতিরঞ্জিত অভিনয়ের জন্য তোমার পুরস্কার পাওয়া উচিত ফারহা!' তাতেই ফারহা খানের পাল্টা মন্তব্য-'নিজের মেয়েকে সামলে রাখো আগে!' দুই তারকার (Celebrity) এমন খুনসুটিতে হেসে কুটিপাটি অনুরাগীরা!