বিয়ে করতে চলেছেন জনপ্রিয় গায়ক মিকা সিং। তবে এ যে সে বিয়ে নয়! গায়কের জন্য জমিয়ে বসছে স্বয়ম্বর সভা। পাত্রীরা তৈরি। বিবাহ বাসর তৈরি। তৈরি পাত্রও। এবার চলবে পাত্রী বাছাই পর্ব। ইতিমধ্যেই রাজস্থানে সেজে উঠেছে স্বয়ম্বর সভা। একে একে হাজির হচ্ছেন অতিথিরা। মিকা সিংয়ের সেই স্বয়ম্বরে আজ গিয়ে পৌঁছলেন বিখ্যাত টেলিভিশন হোস্ট কপিল শর্মা।
এবার ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। মিকা সিং-এর স্বয়ম্বর নিয়ে একটি জাতীয় টেলিভিশন চ্যানেলে 'মিকা দি ভোতি' নামে একটি রিয়েলিটি শো আসতে চলেছে। আগামী জুন মাসের ১৯ তারিখ থেকে সম্প্রচারিত হতে চলেছে এই শো। ইতিমধ্যেই রাজস্থানে এই শোয়ের শুটিং শুরু হয়ে গিয়েছে। তবে জানা গিয়েছে, মনের মতো পাত্রী খুঁজে পেলেও, বিয়ে করবেন না এই গায়ক। শুধুমাত্র বাগদান সারবেন তিনি।
এর আগেও টেলিভিশনের পর্দায় স্বয়ম্বর সভা দেখেছেন দর্শকরা। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন মিকা। এর আগে টেলিভিশন শোতে রাখি সাওয়ান্ত, মল্লিকা শেরাওয়াত, রতন রাজপুত ও রাহুল মহাজনের স্বয়ম্বর হয়েছে। আর এবার পালা মিকার। দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় মিকা। কিন্তু তাঁর মনে কে জায়গা করে নিতে পারেন, এবার সেটাই দেখার। তবে জনপ্রিয়তার পাশাপাশি কয়েকবার বিতর্কেও জড়িয়েছেন পঞ্জাবি গায়ক।
জানা যাচ্ছে, শোয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ভালোমতোই। তবে এই শোয়ে আরও বড় একটি চমক রয়েছে। স্বয়ম্বরে নাকি অংশ নিতে পারেন রাখি সাওয়ান্তও। একটা সময়ে মিকা সিং-এর সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন রাখি। সব মিলিয়ে সবাই মুখিয়ে মিকার সয়ম্বর সভা দেখার জন্য।