ব্রেকিং নিউজ
Swastika-Mukherjee-advises-to-chubby-women-over-their-fashion-statement-during-summer
Swastika Mukherjee: গরমে অস্বস্তি! পোশাকে ঢেকে না রেখে সুইম স্যুট পরুন, কাদের এই বার্তা দিলেন স্বস্তিকা?

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-04-21 19:26:41


স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), টলিউড(Tollywood)-সহ বলিউডেও এই নাম এখন পরিচিত। নানা বিষয়ে মন্তব্য বা প্রতিবাদ করে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে এই লাস্যময়ী অভিনেত্রীকে। এই চর্চিত নায়িকা (Actor) নিজের প্রতিভায় ভর করে কলকাতা থেকে মুম্বই পর্যন্ত দর্শককে মুগ্ধ করেছেন। এবার চর্চায় এসেছে ইনস্টাগ্রামে(Instagram) করা তাঁর একটি পোস্ট।

একদিকে বৈশাখ মাস পড়তেই উষ্ণতার পারদ তুঙ্গে। গরমকাল আর এই গরমে হালকা-পাতলা জামা(Dress) পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন সকলে। তবে সমস্যায় পড়েন ওজনে ভারী মহিলারা। এই গরমেও প্লাস সাইজ (Plus size) পোশাকে ঢেকে রাখতে হবে নিজেকে? এবার নিজের মতো করেই তাঁদের সহজ উপায় বাতলে দিলেন টলি নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায়।

নিজের ইনস্টাতে লিখেছেন, একটা সময় এই ভারী চেহারার জন্য নিজেও অস্বস্তিতে ভুগতেন। অতিরিক্ত মেদ জমার কারণে বেশ কয়েকবছর শ্যুটিং থেকেও বিরতি নিয়েছিলেন। মার্জার সরণিতেও দেখা যায়নি তাঁকে। এমনকি নতুন পোশাক কিনতে গিয়েও নাকানিচোবানি খেতে হয়েছে তাঁকে। কারণ যে পোশাকটাই পছন্দ হত, তার সঠিক সাইজ পেতেন না। ২০২০-র অতিমারি অনেক কিছু বুঝিয়ে দিয়েছে তাঁকে। উপলব্ধি করেছেন, জীবন একটাই, সেটাকে উপলব্ধি করতে হবে। মেদবহুল চেহারা নিয়েও ফ্যাশন দুনিয়ায় ঝড় তুলেছেন তিনি। তাঁর মতো করে ভাবার কথায় বলেছেন তিনি।

অভিনেত্রী বলেছেন, গরমের মধ্যে নিজেকে ঢেকে না রেখে স্বচ্ছন্দে স্যুইম স্যুট পরুন। যে পোশাক পরতে ইচ্ছে করে, সে পোশাকই বেছে নিন দোকানে গিয়ে। একই সঙ্গে ফ্যাশন দুনিয়ার প্রতিও অনুরোধ তাঁর, বিজ্ঞাপন বা প্রচারের জন্য কেবল প্লাস সাইজদের জন্য পোশাক তৈরি করবেন না। বরং ভারী চেহারার মানুষদের কথা মাথায় রেখে স্টাইলিশ পোশাক বানান। অন্যদের থেকে আলাদাভাবে তাঁদের দেখাবেন না।

স্বস্তিকার এই পোস্টে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা। ঝড়ের বেগে ভাইরাল হয়েছে তাঁর এই মন ছুঁয়ে যাওয়া বার্তা।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন