অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (SSR Death) রহস্যজনক মৃত্যু আজও বেশকিছু প্রশ্ন জাগিয়ে রেখেছে মানুষের মনে। একের পর এক নক্ষত্র পতনের শোকেও সুশান্ত সিংয়ের মর্মান্তিক দুর্ঘটনা একেবারে মুছে যায়নি। এরই মধ্যে মঙ্গলবার সকালে খবর আসে সুশান্ত সিংয়ের পোষ্য কুকুর (Pet Dog) ফাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। প্রয়াত অভিনেতার বোন প্রিয়াংকা সিং এদিন সকালে খবরটি জানান ট্যুইটারে (Twitter)।
প্রয়াত অভিনেতার সঙ্গে পোষ্য ফাজের একটি ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা। পাশাপাশি নিজের একটি পোস্ট করে তিনি জানান, "এত দীর্ঘ ফাজ। তুমি তোমার বন্ধুর জগতে পাড়ি দিয়েছো... শীঘ্রই অনুসরণ করবে! ততক্ষণ পর্যন্ত... তাই হৃদয় ভেঙে রয়েছে।"
So long Fudge! You joined your friend’s Heavenly territory… will follow soon! Till then… so heart broken 💔 pic.twitter.com/gtwqLoELYV
— Priyanka Singh (@withoutthemind) January 16, 2023
ছিঁছোড়ে তারকার বেশ কিছু ভক্ত শোকাহত হয়েছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। এক নেটিজেন জানান, 'আমি খুবই দুঃখিত, আপনার জন্য ভালোবাসা রইল। এটা আমাদের জন্য একেবারে হৃদয়বিদারক। তারা এখন স্বর্গে পুনরায় মিলিত হয়েছে। আমি জানতাম, কুকুরের প্রাণ প্রিয় মানুষ চলে যাওয়ার পরে চিরকাল স্থায়ী হয় না।'