২৩ এপ্রিল, ২০২৪

Hindi: এয়ারপোর্টে 'রং দে বাসন্তী' খ্যাত অভিনেতার পরিবারকে হেনস্থা! 'ভাষা সমস্যার' অভিযোগ
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-28 17:37:16   Share:   

‘রং দে বসন্তী’ খ্যাত অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে 'হেনস্থা'র অভিযোগ তোলেন। ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে অভিযোগ করেছেন সিদ্ধার্থ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার তামিলনাড়ুর মাদুরাই বিমানবন্দরে। সিদ্ধার্থের অভিযোগ, সিআরপিএফ ২০ মিনিটের বেশি সময় ধরে তাঁর বাবা-মাকে হয়রানি করেছিল এবং তাঁদের ব্যাগ থেকে কয়েন সরাতে বলেছিল। আরও অভিযোগ, নিরাপত্তা কর্মীরা তাঁর বাবা-মায়ের সঙ্গে হিন্দিতে কথা বলেছিলেন। তাঁর বাবা-মা বারবার ইংরেজিতে কথা বলার জন্য অনুরোধ করা সত্ত্বেও নিরাপত্তা কর্মীরা তা শোনেননি। দেখুন অভিনেতার সেই পোস্ট।


অভিনেতা আরও লিখেছেন, ‘রাগ হচ্ছে। আমরা প্রতিবাদ করা সত্ত্বেও ওরা বলে বসে, ভারতে এভাবেই চলে। বেকার মানুষেরা নিজেদের ক্ষমতা প্রদর্শন করছে।’

অভিনেতা এই ঘটনায় সিআরপিএফ বা সেন্ট্রাল রিজার্ভ পুলিস ফোর্সের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। প্রায় দুই দশকের উপর হিন্দি, তেলুগু এবং একাধিক বলিউড ছবিতে কাজ করছেন অভিনেতা। তাঁর এই ইনস্টাগ্রাম পোস্টে অভিযোগ ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ভক্তরা ক্ষোভ উগরে দিয়েছেন বিমানবন্দরের পরিষেবা ও ভাষা সমস্যার বিরুদ্ধে। যদিও এক নেটিজেন সিদ্ধার্থকে পাল্টা নিশানা করেছে। অভিনেতার ইনস্টাগ্রাম পোস্টকে নিজের ট্যুইটে শেয়ার করে সেই নেটিজেন বলেছেন, 'এই অভিনেতাকে কেউ শেখান,

১) হিন্দিতে কথা বলা হেনস্থা নয় ২) বিমান বন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকে সিআইএসএফ, সিআরপিএফ নয় ৩) বিমান বন্দরের নিরাপত্তার দায়িত্বে যারা থাকে, তাদের কেন্দ্র নিয়োগ করে। সেই নিরাপত্তা কর্মীরা অভিনেতার মতো বেকার নয়।


Follow us on :