নতুন অতিথি আসার অপেক্ষায় দিন গুনছে কাপুর পরিবার। মা হতে চলেছেন সোনম কাপুর, এই খবর আগেই দিয়েছিলেন তিনি। বলিউডের ফ্যাশন আইকন সোনম অন্তঃসত্ত্বাকালীন অবস্থাতেই সমান ফ্যাশনেবল। বেশ কয়েকদিন ধরেই নানা অবতারে শ্যুট করছেন সোনম। এবার মাতৃত্বকালীন সময়কে পুরোপুরি উপভোগ করতে দেখা গেল স্বামী আনন্দ আহুজার সঙ্গে।
সম্প্রতি ইনস্টাগ্রাম পোস্টে নিজেই সেই ছবি এবং ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। একটি হলুদ রঙের শার্ট এবং সোনালি রঙের হুপ কানের দুল ও নেকলেসে অপরূপ সুন্দর লাগছিল তাঁকে। অন্যদিকে, আনন্দ ধরা দিয়েছেন ধূসর টি-শার্টে।
সোনম কাপুর আনন্দের একটি ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন "আমার পুরো হৃদয় এবং জীবন"।
তিনি যা করছিলেন তার একটি স্ন্যাপও শেয়ার করেছিলেন।
শেষে সোনম তাঁর হাসিমুখের ছবি শেয়ার করে ভক্তমহলে আলোড়ন ফেলেছেন।
সোনম কাপুর এবং আনন্দ আহুজা মার্চ মাসে তাঁদের নিজ নিজ ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সুখবরটি শেয়ার করেন। এবং তারপর থেকে অভিনেত্রী ইনস্টাগ্রামে নতুন ছবি এবং ভিডিও শেয়ার করে তাঁর ভক্তদের আপডেট দিতে থাকেন।