সোমবার সকাল থেকে শত্রুঘ্ন-কন্যা সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) শোরগোল ফেলে দিয়েছেন নেটদুনিয়ায়। ‘নোটবুক’ (Notebook) অভিনেতা জাহির ইকবালের (Zaheer Iqbal) সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝেই অভিনেত্রীর ইনস্টাগ্রামের (Instagram) পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। নিজের একাধিক ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)। প্রত্যেকটিতে রয়েছে এক রহস্যময় পুরুষের উপস্থিতি। আর বাঁ হাতের অনামিকায় রয়েছে হিরের আংটি (Diamond Ring)।
ইনস্টাগ্রামের ছবিগুলিতে দেখা গিয়েছে, বেশ হাসিখুশি সোনাক্ষী। সাদা শার্ট পরা একজন পুরুষও রয়েছেন। তবে ফ্রেম থেকে নিপুণভাবে ক্রপ করে দেওয়া হয়েছে তাঁকে। কখনও তাঁর হাতের উপর রয়েছে সোনাক্ষীর হাত। আবার কোনও ছবিতে তাঁর বাহু জড়িয়ে রয়েছেন অভিনেত্রী (Actor)। সেই সঙ্গে আরও বড় চমক, সোনাক্ষীর আংটি। রীতিমতো হাইলাইট করেছেন প্রত্যকটি ছবিতে সেই আংটি।
শত্রুঘ্ন (Shatrughn Sinha)কন্যা নিজের ফ্যামিলির সঙ্গে গুড নিউজ শেয়ার করে লিখেছেন, 'আমার জন্য বিশাল বড় দিন! আমার অন্যতম বড় স্বপ্ন সত্যি হতে চলেছে। এবং সেই খবর আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার তর সইছে না।' তবে এরপরেই লেখেন, 'কান্ট বিলিভ ইট ওয়াজ সো ইজি (EZI)।'
তাহলে কি বাগদান সেরে ফেললেন অভিনেত্রী? জল্পনা জিইয়ে রেখেছেন সোনাক্ষী। এই ছবিগুলি যে দোটানায় ফেলেছে অনুরাগীদের, তা আর বলার অপেক্ষা রাখে না। অনেকে শুভেচ্ছাবার্তাও দিয়েছেন।