Left Ads Here
Right Ads Here
২২ সেপ্টেম্বর, ২০২৩

Sonakshi Sinha: নতুন বাড়িতে সোনাক্ষী, নতুন ছবি শেয়ার করলেন সামাজিক মাধ্যমে
CN Webdesk      শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২৩   Share:   

শত্রুঘ্ন সিনহার ছোট্ট মেয়ে সোনাক্ষী (Sonakshi Sinha) এখন অনেক বড় হয়ে গিয়েছে। 'দাবাং' সিনেমায় (Bollywood) সলমান খানের বিপরীতে সিনেমায় ডেবিউ করেছিলেন। প্রথম সিনেমাতেই নজর কেড়েছিলেন। যদিও তখনকার সোনাক্ষী আর বর্তমানের সোনাক্ষীর মধ্যে এখন অনেক ফারাক এসেছে। সোনাক্ষী এখন অভিনয়ে অনেক পরিণত। কেরিয়ার জীবনে উন্নতির পাশাপাশি ব্যক্তিগত জীবনের মাইলস্টোন পেরোচ্ছেন একে একে।

নিজের উপার্জন করা অর্থ দিয়ে নিজের বাড়ি কিনেছেন অভিনেত্রী। এতদিন থাকতেন শত্রুঘ্ন সিনহার বাড়িতে। বিলাসবহুল বাড়ির একটি ফ্লোরে একাই থাকতেন অভিনেত্রী। তবে নিজের বাড়ির শখ কার না থাকে! সোনাক্ষীও নিজের স্বপ্ন পূরণ করলেন। সামাজিক মাধ্যমে নিজের নতুন বাড়ির ছোট্ট একটি ঝলক দিয়েছেন অভিনেত্রী। অগোছালো আসবাবের মাঝে নানা মুডে ধরা দিয়েছেন তিনি।


সোনাক্ষীর সময় এখন বেশ ভালো লাগছে। দিন কয়েক আগেই ওটিটিতে মুক্তি পেয়েছে সোনাক্ষী অভিনীত সিরিজ 'দাহাড়'। ইতিমধ্যেই সোনাক্ষীর অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এমনকি সমালোচকরাও অভিনেত্রীর প্রশংসা না করে থাকতে পারেননি। কেরিয়ারে যে তিনি ধাপে ধাপে এগিয়ে চলেছেন তা স্পষ্ট।



Follow us on :