১৯ এপ্রিল, ২০২৪

Alam: পাঁচ বছর আগে মার খেয়েছিলেন! এবারও উপনির্বাচনে প্রার্থী হিরো আলম
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-06 17:27:42   Share:   

বাংলাদেশের উপনির্বাচনের (Bangladesh ByePoll) প্রার্থী হিসেবে ফের মনোনয়নপত্র জমা করলেন গায়ক-অভিনেতা হিরো আলম (Hero Alam)। ২০১৮ সালে এই মনোনয়ন জমার কারণে মার খেতে হয়েছিল তাঁকে। তবে ওই বছরেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছিলেন তিনি। তা সত্ত্বেও উপনির্বাচনের পদ থেকে নিজেকে সরিয়ে রাখেননি তিনি।

এ প্রসঙ্গে হিরো আলম জানান,'২০১৮ সালে মার খেয়েছিলাম। কিন্তু আমি সাধারন মানুষের জন্য কাজ করতে চাই। তাই আবারও নির্বাচনে প্রার্থী হয়েছি।' উল্লেখ্য কাহালু-নন্দীগ্রাম বিএনপির সংসদ সদস্য মহম্মদ মোশারফ হোসেনের পদত্যাগের পর ফের উপনির্বাচন হতে চলেছে কাহালু-নন্দীগ্রাম এলাকায়। ওই এলাকাগুলি ছাড়াও বগুড়া-৬ অর্থাৎ সদর এলাকাতেও স্বতন্ত্রভাবে নিজেই প্রার্থী হওয়ার মনোনয়ন পত্র জমা করেছেন আশরফল আলম ওরফে হিরো আলম। ৫ জানুয়ারি বিকেলে বগুড়া জেলা প্রশাসক ও রিটারনিং কর্মকর্তা মহম্মদ সইফুল ইসলামের কাছে তিনি এই দুটি মনোনয়নপত্র জমা করেন।

তবে নিজের অভিনয় ও গানের জগত নিয়েই থাকছেন হিরো আলম। এই বিষয়ে হিরো আলমের জবাব,'অভিনয় কিছুটা কম করব। সাধারন মানুষের জন্য কাজ করতে চাই। গানও কিছুটা কম করব।'


Follow us on :