থেমেছে সন্তুরের (Santoor) সুর। প্রয়াত সন্তুরবাদক পণ্ডিত শিবকুমার শর্মা (Shivkumar Sharma)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। প্রয়াত শিল্পীর নিজ বাসভবনে (Residence) অগণিত ভক্তদের জন্য এদিন পণ্ডিতজির মরদেহ শায়িত রাখা হয়। হাজির ছিলেন শিল্পীর পরিবারের সমস্ত সদস্য। দেশের ভক্তরাও হাজির হয়েছিলেন শিবকুমারজিকে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে।
শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন অভিনেত্রী শাবানা আজমি এবং তাঁর স্বামী তথা কিংবদন্তি গীতিকার জাভেদ আখতার। দুজনেই সাদা পোশাকে এসে প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
একটা সময় হরিপ্রসাদের সঙ্গে জুটি বেঁধে শিবকুমার বলিউডের মূল ধারার বহু ছবিতে সুর দিয়েছিলেন। যার মধ্যে অন্যতম ১৯৮১ সালের বিখ্যাত ছবি 'সিলসিলা'। সেই ছবির 'দেখা এক খোয়াব', 'ইয়ে কহাঁ আ গ্যায়ে হম'-এর মতো জনপ্রিয় গান আজও মানুষের কানে বাজে। সেই বিখ্যাত 'সিলসিলা' ছবির সুরকার প্রয়াত হয়েছেন, আর সে ছবির নায়ক-নায়িকা শ্রদ্ধা জানাতে আসবেন না, তা কি কখনও হয়! এদিন প্রয়াত সন্তুরবাদকের বাড়িতে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন।
সেই ভিডিও এসেছে সামনে। যেখানে দেখা যাচ্ছে গাড়ি থেকে নেমে জুতো খুলে, ফুলে ঢাকা শিবকুমার শর্মার দেহের সামনে হাজির হন জয়া ও বিগবি। শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি প্রয়াত শিল্পীর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁদের আলাপচারিতাও করতে দেখা যায়।
তবে কোথাও যেন একটা খটকা থেকেই গেল। এমন বিরাট মাপের শিল্পীকে শ্রদ্ধা জানাতে হাতে গোণা কিছু তারকাকেই দেখা গেল।