ব্রেকিং নিউজ
Dharmendra: অসুস্থ ধর্মেন্দ্র, সাউথ মুম্বইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন, অবশেষে সংকটমুক্ত তিনি
HomeentertainmentDharmendra: অসুস্থ ধর্মেন্দ্র, সাউথ মুম্বইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন, অবশেষে সংকটমুক্ত তিনি
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-02 09:54:53
পিঠে প্রচণ্ড ব্যথা নিয়ে সাউথ মুম্বইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। রবিবার সন্ধ্যায় তিনি ICU থেকে বেরিয়েছেন। সংবাদসংস্থা সূত্রে জানা গেছে চার দিন আগেই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন এই অভিনেতা।
অভিনেতার পরিবার সূত্রে জানা গেছে, পিঠে ব্যথার (back pain) সমস্যা নিয়ে দক্ষিণ মুম্বইয়ের ওই হাসপাতালে ভর্তি হন অভিনেতা। প্রথমে তাঁকে আইসিইউ-তে রাখা হয়। তবে বর্তমানে তাঁর শরীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। রবিবার বাবাকে দেখতে হাসপাতালে যান তাঁর ছেলে তথা অভিনেতা সানি দেওল (Sunny Deol)। অভিনেতার ঘনিষ্ঠ এক ব্যক্তি সূত্রে জানা গেছে, “ধর্মেন্দ্র এখন আগের চেয়ে অনেক ভালো আছেন। কিন্তু, তাঁকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। আরও কিছুদিন হয়ত ওঁকে হাসপাতালে রাখা হবে। সম্পূর্ণ সুস্থ হওয়ার পরেই তাঁকে ডিসচার্জ করা হবে।”
বর্তমানে অভিনেতার বয়স ৮৬। এই বয়সেও দাপিয়ে অভিনয় করছেন ধর্মেন্দ্র। বর্তমানে আপনে ছবির সিক্যুয়ালে কাজ করছেন তিনি। ২০০৭ সালে ওই ছবিটি রিলিজ করেছিল। যেখানে বাবার সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল সানি ও ববি দেওলকে। সিক্যুয়ালেও দেখা হবে ধর্মেন্দ্র পুত্রদের। ছবিতে অভিনয় করতে চলেছেন ধর্মেন্দ্রর নাতি করণ দেওলকেও।