LATEST NEWS
29 May, 2023

Benegal: কিডনির অসুখে বাড়িতে শয্যাসায়ী শ্যাম বেনেগাল, বন্ধ ছবির শুটিং
CN Webdesk      শেষ আপডেট: ২০২৩-০৩-১১ ১৪:১৩:২১   Share:   

ফের বলিউডে (Tollywood) দুঃসংবাদ। গুরুতর অসুস্থ হয়ে বাড়িতেই চিকিৎসাধীন ভারতীয় সিনেমার কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগাল (Shyam Benegal)। কিডনির অসুখে (Kidney failure) ভুগছেন ৮৮ বছরের বর্ষীয়ান পরিচালক। তাঁর শারীরিক অবস্থা এতটাই খারাপ যে, হাসাপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই বাড়িতেই চিকিৎসা চলছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালকের।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। দুটি কিডনি একেবারে অচল হয়ে পড়ে। ডায়ালিসিস চলছে পরিচালকের। আপাতত বাড়িতেই চিকিৎসকদের পরামর্শে রয়েছেন তিনি। পারিবারিক সূত্রে খবর, বেশ কয়েকদিন থেকেই বার্ধক্যজনিত অসুস্থতা ছিল পরিচালকের। কিন্তু গত কয়েকদিন ধরে শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায়, বাড়ির মধ্যে অফিসেও যেতে পারছেন না। তবে জানা গিয়েছে, এর মধ্য়েই পরের ছবি ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’ -এর কাজের কথা ভাবছেন। এই ছবির কাজের মাঝেই অসুস্থ হয়ে পড়েন শ্যাম বেনেগল।

Ad code goes here

উল্লেখ্য, ১৯৭৪ সালে ‘অঙ্কুর’ ছবির হাত ধরে আত্মপ্রকাশ তাঁর। প্রথম ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। ১৯৭৫ সাল থেকে শুরু করে পরপর পাঁচ বছর জাতীয় পুরস্কার অর্জন করেন শ্যাম বেনেগাল, যা তাঁর কর্মজীবনের অনন্য নজির। পরিচালকের ‘জুনুন’, ‘মন্থন’, ‘আরোহণ’ ছবি জাতীয় পুরস্কার পেয়েছিল। এছাড়াও দাদাসাহেব ফালকে পুরষ্কারে বিজয়ী হয়েছিলেন তিনি।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :