ব্রেকিং নিউজ
Sharukh-Khan-Speaks-out-over-Pathans-Box-Office-success-in-recent-interview-
SRK: 'জিরো'র ব্যর্থতার পর পেশা বদলাতে চেয়েছিলেন শাহরুখ, পাঠানের সাফল্যের মাঝেই অকপট 'কিং খান'

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2023-01-31 12:00:47


৪ বছর পর রাজার মতো কামব্যাক! শাহরুখ খানের সাম্প্রতিক ছবি পাঠান দেখে এই মন্তব্য করছেন সিনে সমালোচকরা। ইতিমধ্যে ৫০০ কোটির গণ্ডি পেরিয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির বক্স অফিস। আর জিরোর ব্যর্থতার পর তাঁকে আবার রাজার আসনে বসানোর জন্য দর্শক তথা অনুরাগীদের প্রতি কৃতজ্ঞ শাহরুখ খান। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন বলিউডের কিং খান। 

এই সাক্ষাৎকারে সম্পূর্ণ অকপট ছিলেন শাহরুখ খান। তিনি জানান, 'মান্নতে একটি বাথরুম আছে, যেটায় তিনি ঢুকেছেন মানেই সকলে জানেন, তিনি কাঁদছেন। ঘণ্টার পর ঘণ্টা কেটেছে সেখানেই। বাড়ির বড়রা বলেন, যখন তুমি ব্যর্থ হবে, সবসময় তাঁদের কাছে যাবে যাঁরা তোমাকে নিঃশর্তে ভালবাসে। আমি বড়দের সে কথাই মেনে চলি, আমি বারবার আমার দর্শকের কাছে ফিরে আসি।' 

তাঁর দাবি, 'আমিও ভেঙে পড়ি, আমারও মন খারাপ হয়। কিন্তু ভগবান আমাকে একটা বারান্দা দিয়েছেন, আমি আমার দুঃখের সময়েও সেখানে আসি, আনন্দের সময়েও। এই ৪ দিন গত ৪ বছরকে ভুলিয়েছে।'

তিনি নাকি পেশা বদল করতে চেয়েছিলেন। এই প্রসঙ্গে শাহরুখ খান বলেন, 'আমি তো পেশা বদল করব বলে রান্নাবান্নাও শিখে নিয়েছিলাম! অতিমারি ও লকডাউনের ছুটিতে চুটিয়ে সময় কাটিয়েছেন ছেলেমেয়েদের সঙ্গে। রান্না করেছেন। এমনকি, পাঠান ছবির সেটেও কলাকুশলীদের খাইয়েছেন নিজের হাতের রান্না।'






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন