ভক্তদের আশা পূরণ করলেন। ইদ-উল-আযহার দিনে ঘেরাটোপ ছেড়ে বেরিয়ে এলেন তিনি। সঙ্গে ভক্তদের বাড়তি প্রাপ্তি বলতে ছোট ছেলে আবরাম খান।
তিনি যে কথা দিয়ে কথা রাখেন, সেটাই এই পবিত্র দিনে বুঝিয়ে দিলেন ভক্তদের। বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে ভক্তদের উদ্দেশে হাত নাড়লেন। পরনে জিন্স এবং সাদা টি শার্ট। চোখে সানগ্লাস। ছেলের পরনে কালো প্যান্ট এবং লাল টি শার্ট। তাঁর বাসভবন মান্নত-এর একেবারে প্রবেশ পথের মুখেই লোহার জাল দেওয়া ব্যালকনিতে অনেকটাই উঠে ভক্তদের আবেদনে সাড়া দিলেন তিনি। নাড়লেন হাত।
সম্প্রতি শাহরুখ তাঁর ফিল্ম জীবনের ৩০ বছর পূর্ণ করেছেন। সেই উপলক্ষ্যে ইনস্টাগ্রামে লাইভ সেশনে এসেছিলেন তিনি। আর সেখানেই এক ভক্ত জানতে চেয়েছিলেন, শাহরুখ কি তাঁর ছোট ছেলেকে পাশে আনতে পারবেন না? তারই উত্তরে শাহরুখ বলেছিলেন, ছেলেকে পাশে পেলে তিনিও খুব আনন্দ পেতেন। কিন্তু সে এখন ছুটি কাটাচ্ছে। আশ্বাস দিয়েছিলেন, এরপর যখনই তিনি জনসমক্ষে আসবেন, সঙ্গে রাখবেন তাঁর ছোট ছেলেকে। সেই কথাই এদিন রাখলেন তিনি।