২৪ এপ্রিল, ২০২৪

Maidan: ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের গল্প 'ময়দান', দেড় মিনিটের টিজার দেখুন
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-30 15:51:12   Share:   

মুক্তি পেল 'ময়দান' সিনেমার টিজার।  ১৯৫২ থেকে ১৯৬২ সালে ভারতীয় ফুটবলের স্বর্নযুগ এই সিনেমার প্রেক্ষাপট। সিনেমাটির প্রযোজনায় বনি কাপুর আর পরিচালনায় অমিত শর্মা। সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। চলতি  বছরে ২৩ জুন সিনেমা হলে মুক্তি পাবে সিনেমাটি। হিন্দি-তামিল-তেলেগু ও মালায়ালী ভাষায় মুক্তি পাবে এই ছবি। ১ মিনিট ৩১ সেকেন্ডের টিজারে দেখা গিয়েছে অজয় দেবগণকে। ভিউজ বাড়ছে তরতরিয়ে। নেট মাধ্যমে ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস দেখার মতো।

অজয় দেবগন অভিনয় করছেন ভারতীয় ফুটবল কোচ সায়েদ আব্দুল রহিম ওরফে রহিম সাহেবের চরিত্রে। স্বাধীনতার ৫ বছর পর ১৯৫২ সালে দ্বিতীয় বারের জন্য অলিম্পিকে খেলার সুযোগ পায় ভারতীয় দল। সেই বছর সামার অলিম্পিক হয় ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে। ভারতের বিরুদ্ধে ময়দানে নাম হাঙ্গেরি। ম্যাচের দিন লাগাতার বৃষ্টিতে ভিজে যায় ময়দান। কাদা মাঠে হাঙ্গেরির ফুটবলারদের পায়ে স্পাইক জুতো। বিপক্ষে খালি পায়ে মাঠে নামেন ভারতীয়রা। কাদা মাঠে পিছলে, আঘাত পেয়ে সেই ম্যাচ জেতা হয়নি ভারতের।তবে ভারতের সংগ্রামের অভ্যাস মিলেছে।টিজারে অজয় দেবগনের সংলাপ কানে বাজে, 'আজ ময়দানে এগারো জন নামবে, কিন্তু দেখতে যেন লাগে এক। '  কেমন ছিল সেই ম্যাচের দৃশ্যপট? কীভাবে ঘুরে দাঁড়াল ভারত? দেখা যাবে সিনেমার পর্দায়।


Follow us on :