পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার (Sidhu Moose Wala) মূল হত্যাকারী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi) কয়েক বছর আগে সলমান খানকে (Salman Khan) হত্যার হুমকি দিয়েছিলেন। সম্প্রতি সিধুর হত্যার পর সলমন খানকে হুমকি চিঠি (Threat) পাঠিয়েছিল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। এরপর থেকেই নিরাপত্তা বাড়ানো হয়েছে দাবাং খানের। এমনকি জানা গিয়েছে, গ্যাংস্টারদের হাত থেকে বাঁচতে নিজেই আগ্নেয়াস্ত্র রাখতেন। এবার বুলেটপ্রুফ (Bulletproof) গাড়িও ব্যবহার করছেন অভিনেতা।
সলমনের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, হুমকি চিঠি পাওয়ার পর থেকেই চিন্তিত রয়েছেন ভাইজান। যে কারণে সুরক্ষা সুনিশ্চিত করতে ইদের দিনেও বাড়ির বাইরে যাননি। মুম্বই পুলিসের কাছে নিজের আত্মরক্ষার স্বার্থে বন্দুক রাখার জন্য লাইসেন্স চেয়ে আবেদন করেছিলেন। পুলিস সেই আবেদন মঞ্জুরও করেছে। এরপরও কোনওরকম ফাঁক রাখতে চাননি তিনি। গাড়িকে বুলেটপ্রুফ করে নিলেন সলমন।
জানা গিয়েছে, সলমান তাঁর পুরনো টয়োটা ল্যান্ড ক্রুজার মডেলটিতে বুলেটপ্রুফ কাচ বসিয়েছেন। গাড়িটিকে বান্দ্রায় সলমনের আবাসনের ভিতর থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে সম্প্রতি। এরপর থেকেই এই অনুমান করা হয়।