০৯ ডিসেম্বর, ২০২৩

Ritabhari Chakraborty: সন্তানসম্ভবা ঋতাভরী! সামাজিক মাধ্যমের পোস্ট ঘিরে জোর চর্চা
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-21 18:27:04   Share:   

বৃহস্পতিবার সন্ধ্যে হতে না হতেই একপ্রকার ঝড় উঠল সামাজিক মাধ্যমে। টলিউড অভিনেত্রী ও মডেল ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন তিনি সন্তানসম্ভবা (Pregnant)। নেটিজেন এবং তাঁর ভক্তরা এই মুহূর্তে নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। যদিও পোস্টের কমেন্ট বক্সে শুভেচ্ছার ঢল নেমেছে। সকলেই জানতে চাইছেন এই খবর কি আদৌ সত্যি?

ঋতাভরী তাঁর সামাজিক মাধ্যমে গোলাপি ও নীল ব্যাকগ্রাউন্ডের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে জ্বলজ্বল করে লেখা রয়েছে, 'আমি এবং আমার স্বামী আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমি অন্তঃসত্ত্বা। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ চাই।' এর বেশি আর কিছুই লেখেননি অভিনেত্রী। উঠছে বেশ কিছু প্রশ্ন, তাহলে কী অভিনেত্রী গোপনে বিয়ে করেছেন? 'স্বামী' বলে যাকে উল্লেখ করছেন তিনি কে?


অভিনেত্রী সামাজিক মাধ্যমে আগেই জানিয়েছিলেন, তাঁর মন গলেছে তথাগত চট্টোপাধ্যায়ের প্রেমে। তথাগত মনোবিদ।  তাঁর কাছে থেরাপি করাতে গিয়েই প্রেমে পড়েন ঋতাভরী। তবে কী তাঁর সঙ্গেই বিয়ে করেছেন সকলের অলক্ষ্যে? নাকি এই পোস্ট কেবলই পাবলিসিটি স্টান্ট? হয়তো ঋতাভরীর নতুন কাজের প্রমোশন। আরও একটি আশঙ্কা বাদ দেওয়া যায় না, অভিনেত্রীর সামাজিক মাধ্যম কি হ্যাক হল!


Follow us on :