০৫ অক্টোবর, ২০২৩

Ranveer Singh: রণবীরের নগ্ন ফটোশ্যুট দেখে সরগরম বলিউড, কে কী বললেন?
CN Webdesk      শেষ আপডেট: ০৫ অক্টোবর, ২০২৩   Share:   

বৃহস্পতিবার রাত থেকে ‘পেপার’ ম্যাগাজিনের জন্য রণবীরের করা ফটোশুট নিয়ে বিস্তর শোরগোল পড়ে গিয়েছে নেটমাধ্যমে। কেউ তাঁকে এই সাহসী ফটোশুটের জন্য বাহবা দিচ্ছেন, তো কেউ আবার ক্ষুণ্ণ হয়েছেন অভিনেতার এহেন ফটোশুট দেখে। এবার বলি তারকারও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

বলিউডে খোলামেলা পোশাকের জন্য পুনম খুবই জনপ্রিয়। তাঁকে এবার টেক্কা দিয়েছেন রণবীর। যা তিনি ভাবতেও পারেননি। রণবীরের এমন নগ্ন ছবি দেখে চুপ থাকতে পারেননি পুনম। নিজের টুইটারে মন্তব্য করেছেন, ‘আমাকে আমার খেলাতেই হারিয়ে দিলেন রকি অউর রানি কি প্রেম কহানি’-র নায়ক।’

সম্প্রতি চল্লিশে পা দেওয়া প্রিয়াঙ্কা চোপড়া রণবীরের ছবিতে 'হট' অর্থাৎ আগুনের ইমোজি দিয়েছেন। পরিণীতি চোপড়া ইমোজির পাশপাশি লিখেছেন, ‘ফায়ার’। অন্য দিকে পরিচালক অনুরাগ কাশ্যপ বলেই বসেছেন, ‘‘এই সব ছবি দিয়ে খামোকা চাপ বাড়াচ্ছ কেন?’’

সোশ্যাল মিডিয়ায় যখন তোলপাড় হয়ে গিয়েছে রণবীরের অনাবৃত ফটোশুট নিয়ে। তখন রণবীর এক সংবাদমাধ্যমকে ছবি সম্পর্কে বলেছেন, ‘‘আমার কাছে নিরাবরণ হওয়া খুব সোজা একটা ব্যাপার। আমার অভিনয় করা বেশ কিছু চরিত্রে আমার নগ্ন আত্মাকেও দেখা গিয়েছে। আমি হাজার লোকের সামনে পোশাকহীন হতে পারি।’’


Follow us on :