শুরু হয়েছে কফি উইথ করণের নতুন সিজন। ডিজনি প্লাস হটস্টারে গত ৭ জুলাই থেকে শুরু হয়েছে জনপ্রিয় এই চ্যাট শো। অতিথি তালিকায় এবার বড় চমক থাকবে বলে প্রথম থেকেই জানিয়েছেন সঞ্চালক করণ জোহর। এখনও পর্যন্ত জানা গিয়েছে যে, অতিথি তালিকায় নেই বলিউডের তিন খানের নাম। তবে অতিথি হয়ে করণের মঞ্চে এসেছিলেন কিং খান পত্নী গৌরী খান। আর এই মঞ্চেই প্রথমবার ছেলের মাদককাণ্ড নিয়ে মুখ খুললেন খান পত্নী।
সম্প্রতি আট মাস পর মাদক মামলায় ক্লিনচিট পান পুত্র আরিয়ান খান। এনসিবির এক তদন্তকারী দল জানায়, মাদকচক্র বা মাদক মামলার সঙ্গে আরিয়ানের যুক্ত থাকার কোনও প্রমাণ মেলেনি। তাঁদের দাবি, 'প্রমোদতরী-কাণ্ডে আরিয়ানকে গ্রেফতার করা হলেও, পরবর্তীকালে তদন্তে কোনও প্রমাণ জোগাড় করা যায়নি। কেবল আরিয়ান নয়, মাদক মামলায় অভিযুক্ত আরও ৫ জনকেও ক্লিনচিট দেয় এনসিবি।
সব কিছুর শেষে ধীরে ধীরে ছন্দে ফিরছে শাহরুখ পরিবার। ভয়ঙ্কর পরিস্থিতির কথা শেয়ার করলেন এদিনের মঞ্চে। নারকীয় যন্ত্রণার মধ্যে দিন কাটিয়েছেন তিনি। করণও পাশে ছিলেন এই গোটা পরিস্থিতিতে কিং খানের পরিবারের পাশে।