২৪ এপ্রিল, ২০২৪

OTT: 'শিল্পের নামে অশ্লীলতা চলবে না', ওটিটি-কে কেন্দ্রীয় মন্ত্রীর নির্দেশ
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-21 10:41:27   Share:   

শিল্পের নামে অশালীন শব্দবন্ধ ব্যবহার নিয়ে সর্তক (Alert) করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এছাড়াও ওটিটি (OTT) নিয়ে কড়া নির্দেশ জারি করলেন তিনি। মন্ত্রী পরিষ্কার জানান, 'শিল্পের নামে অশ্লীলতা একদম চলবে না।'

রবিবার নাগপুরে একটি সাংবাদিক বৈঠকে অনুরাগ ঠাকুর বলেন, 'শিল্পের অপব্যবহার কোনওভাবেই বরদাস্ত করা যাবে না। ওটিটি-র মতো এই ধরনের প্ল্যাটফর্ম সৃজনশীলতা স্বাধীনতার জন্য, কোনওরকম অশ্লীলতা ছড়ানোর জায়গা নয় এটা। তাই এরকম আপত্তিজনক কার্যকলাপ নিয়ে চিন্তিত সরকার। এই বিষয়ে কোনও পরিবর্তনের দরকার পড়লে সরকার বিবেচনা করে দেখবে। সব কিছুর একটা শেষ সীমা আছে, তা অতিক্রম করা উচিত নয়। শিল্পের নামে কটূক্তি, বা বিশৃঙ্খলা কিছুতেই মেনে নেওয়া যাবে না। এই ধরনের অভিযোগ আসলে প্রাথমিকভাবে নির্মাতাদেরই দায়ভার থাকে।'

কিছুদিন আগেই ‘কলেজ রোম্যান্স’(Collage Romance) নিয়ে আপত্তি জানায় দিল্লির এক উচ্চ আদালত। এই সিরিজ়ের ভাষাকে ‘অশালীন’ আখ্যা দেওয়া হয়। এছাড়া এর সঙ্গে যুক্ত অভিনেতা-অভিনেত্রীদের নামে এফআইআর দায়ের করা হয়েছে।


Follow us on :