ভালো নেই পরদেশ-এর নায়িকা মহিমা চৌধুরী। ঝরে গিয়েছে চুল। চলছে কঠিন চিকিৎসা। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেত্রী মহিমা। বলি অভিনেতা অনুপম খের মহিমা চৌধুরীর একটি ভিডিও প্রকাশ করে এই হৃদয় বিদারক খবরটি জানিয়েছেন।
ওই ভিডিওতে অভিনেত্রীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যাচ্ছে। ভিডিওতে তাঁর অভিজ্ঞতার কথা, ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কথা জানালেন মহিমা। তিনি জানিয়েছেন, প্রতিনিয়ত তিনি তাঁর মেডিক্যাল চেকআপ করাতেন। তিনি যে চিকিৎসকের কাছে শারীরিক পরীক্ষা করাতেন, তিনি অঙ্কোলজিস্টের কাছে একবার চেকআপ করিয়ে নেওয়ার পরামর্শ দেন। সেইমতো তিনি ওই চিকিৎসকের কাছে গিয়ে বায়েপসি করান। কিন্তু তখন তাঁর ক্যানসার হয়নি বলেই রিপোর্টে জানা গিয়েছিল। তবে মহিমা চেয়েছিলেন আরেকটু পরীক্ষা করারতে। সেই সময় ধরা পড়ে তাঁর বক্ষদেশে কর্কটরোগ বাসা বেঁধেছে।
এই মুহূর্তে অভিনেত্রীর চিকিৎসা চলছে। অনুপম খের তাঁর একটি ছবিতে মহিমাকে অভিনয়ের জন্য ডেকেছিলেন। সেখানেই মহিমা জানান তিনি ক্যানসারে আক্রান্ত। আশা ছাড়েননি মহিমা। লড়াই জারি। ওই ভয়ঙ্কর রোগটাকে দূরে সরিয়ে ফের প্রাণ ভরে নিঃশ্বাস নিতে হবে তো।