ব্রেকিং নিউজ
Madhabi Mukherjee: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মাধবী মুখোপাধ্যায়
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-04 14:15:27
হাসপাতাল (Hospital) থেকে বাড়ি (Home) ফিরলেন বিশিষ্ট অভিনেত্রী (Actress) মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukhopadhyay)। ২৯ এপ্রিল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ সকালে হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁর গলব্লাডারে স্টোন (Stone) হয়েছে। হাসপাতালে থাকাকালীন তাঁর চিকিৎসা চলাকালীনই ওই স্টোন ধরা পড়ে। ফলে সার্জারির প্রয়োজন রয়েছে। সেই অপারেশন পরে করা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ডায়াবেটিস, অ্যানিমিয়া সহ শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
বাড়িতে ফিরে গেলেও তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখা হবে, এমনটাই জানিয়েছে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।