২৯ মার্চ, ২০২৪

KIFF: কুন্তল প্রযোজিত ছবির স্ক্রিনিং কলকাতা চলচ্চিত্র উৎসবে, টাকা সাদা করার ফন্দি?
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-17 09:56:19   Share:   

কুন্তল ঘোষ (Kuntal Ghosh) প্রযোজিত একটি ছবি এখন রাজ্য রাজনীতির চর্চায়। ঘটনাচক্রে 'স্পেয়ার কি' নামের ওই ছবি ২০১৯ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF 2019) প্রদর্শিত হয়। নবকথা প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি এই ছবিতে অভিনয় করেন সৌরভ দাস এবং দর্শনা বণিক। সেই সময় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান ছিলেন বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। 

তাঁকে ক্যালকাটা নিউজের তরফে চলচ্চিত্র উৎসবে স্পেয়ার কি প্রদর্শনীর প্রসঙ্গে ফোনে ধরা হলে রাজ জানান, 'কেউ যদি ফেস্টিভেলে অনলাইনে ছবি পাঠিয়ে থাকেন তখন কি এসব খতিয়ে দেখা হবে। কুন্তল ঘোষকে সেই সময় চিনতাম না কেউ। এখন কোনওকিছু আসলে ভেবে দেখবো। সত্যি কথা বললে আমরা সেই সময় এভাবে খুটিয়ে দেখিনি।' 

বিরোধী শিবিরের দাবি, এভাবেই প্রোডাকশনের নামে কালো টাকা সাদা হয়েছিল টলিউডে। এদিকে বনি সেনগুপ্তকে ইডি তলবের পর আরও তিনটি নাম টলিউডের অন্দরে ঘুরছে। তাঁরা কুন্তলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ যোগসূত্রে ইডির তলব পেতে পারেন বলে সম্ভাবনা তৈরি হয়েছে। সেই তিন জনের মধ্যে রয়েছেন বড় পর্দার এক অতি পরিচিত অভিনেত্রী, এক প্রযোজক-অভিনেত্রী এবং বাংলা ওটিটি জগতের বেশ জনপ্রিয় এক অভিনেতা। অপরদিকে কুন্তলের প্রযোজনা সংস্থায় অভিনেতা-অভিনেত্রী কলাকুশলী যারাই কাজ করেছেন তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি।  


Follow us on :