২০ এপ্রিল, ২০২৪

Kareena: 'বয়কট শব্দের সঙ্গে আমি সহমত নই', পাঠান মুক্তির আগে অকপট করিনা
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-23 19:19:24   Share:   

তাঁর সাম্প্রতিক ছবি লাল সিং চাড্ডা বয়কট ট্রেন্ডের (Boycott Bollywood) মুখে পড়েছিল। সেই করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) এবার বয়কট বলিউড ট্রেন্ডের বিরোধিতায় মুখ খুললেন। বলিউডের বেবো জানান, 'বয়কট শব্দ নিয়ে আমি একেবারে সহমত হতে পারি না। এরকম চলতে থাকলে আমরা আপনাদের আনন্দ দেব কী করে, সিনেমা না থাকলে আপনাদের বিনোদন হবে কী করে?' এভাবেই এক শ্রেণির নেটিজেনদের (Social Media) উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন করিনা।

রবিবার কলকাতার এক অনুষ্ঠানে যোগ দিয়ে এভাবে 'বয়কট বলিউড ছবি' প্রসঙ্গে সরব ছিলেন করিনা। ইতিমধ্যে করোনা পরবর্তী সময়ে হিন্দি সিনেমার বিগ বাজেটের অনেক ছবি মুখ থুবড়ে পুড়েছে। সেই তালিকায় যেমন আছে লাল সিং চাড্ডা, তেমন আছে অক্ষয় কুমারের সম্রাট পৃথ্বিরাজের মতো ছবি।

কোনও ছবি অশ্লীল, কোনও ছবি ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে ইত্যাদি বিষয়ে নেট মাধ্যমে সরব এক শ্রেণির নেটিজেন। প্রতিবাদ স্বরূপ বয়কট বলিউড ট্রেন্ড চালু করেন তাঁরা। এই মুহূর্তে পাঠান ছবি এই ট্রেন্ডের শিকার। যদিও এই ছবির অগ্রিম টিকিট বিক্রি দেখে কিছুটা আশ্বস্ত প্রযোজনা সংস্থা। প্রথম তিন দিনেই একশো কোটির ব্যবসা করার সম্ভাবনা শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত এই ছবি।



Follow us on :