ব্রেকিং নিউজ
Kangna-slams-Ranbir-and-Alia-over-alleged-stalking-her-
Kangana: ফের বিষ্ফোরক কঙ্গনা! চোখা মন্তব্যের তীরে কোন জুটি জানুন

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2023-02-06 12:13:03


কঙ্গনার কলমে ফের বিতর্ক। এবার তাঁর নিশানায় বলিউড জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর। আগাগোড়াই বলিউডের বিপক্ষে কথা বলতে দেখা গিয়েছে কঙ্গনাকে। তবে এবার তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় উঠে এলেন রণ-লিয়া। 

এর আগেও মহেশ ভাটের বিরুদ্ধে কথা বলে ভাট পরিবারের সঙ্গে নিজের সম্পর্ককে উত্যক্ত করেছিলেন কঙ্গনা। এবার তিনি মহেশ ভাটের মেয়ে আলিয়া ও জামাই রণবীরকে আক্রমণ করলেন। সোশ্যাল সাইটে কঙ্গনার অভিযোগ, রণবীর ও আলিয়া নাকি একজোট হয়ে তাঁর উপর নজরদারি চালাচ্ছেন! তাঁর দাবি, ‘আমি যেখানেই যাচ্ছি আলোকচিত্রীরা খবর পেয়ে যাচ্ছে। বাড়ির অন্দরে কিংবা বাইরে, সর্বত্র কেউ আমার উপর নজরদারি চালাচ্ছে।’ তিনি আরও বলেন,‘শুনেছি ইদানীং আলোকচিত্রীদের নাকি এর জন্য টাকাও দেওয়া হয়। কিন্তু আমি অথবা আমার টিমে কারও সঙ্গে কোনও আর্থিক লেনদেন হয়নি। এখন তো সন্দেহ হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।’ 

নাম না করেই রণবীরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বলিউডের নেপো কিড তাঁর বাড়ির বাইরে এসে হাজির হন, শুধু তাই নয় জোর খাটানোর চেষ্টাও করেন। এরপর আলিয়ার বিষয়ে টেনে তিনি বলেন, ‘তাঁর স্ত্রী আর এক জন। ও তো নকল করতে ওস্তাদ। আমি আমার ভাইয়ের বিয়েতে যে শাড়ি পরেছিলাম, নিজের বিয়েতে তিনি ওই একই শাড়ি পরেছেন।’ ‘শুনেছি এক বাড়িতে থেকেও আলাদা আলাদা তলে থাকেন এই দম্পতি। তাঁর স্ত্রীর যদিও এই ব্যবস্থাপনায় সম্মতি দেওয়াটাই অনুচিত। আমার মতে একরত্তি সন্তান ও নিজের হিতের জন্য স্বামীর উপর নজরদারি করা উচিত।’ 

উল্লেক্ষ, চলতি বছরেই ট্যুইটার একাউন্ট ফিরে পেয়ে কঙ্গনা। আর এর মধ্যেই ফের বিস্ফোরেক বলিউড 'কুইন'।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন