ব্রেকিং নিউজ
Kangna-Ranaut-slams-Pathan-fever-after-recovering-her-twitter-account
Kangana: ট্যুইটারে ফিরলেন কঙ্গনা, পাঠান ক্রেজের মধ্যে কাকে 'মূর্খ' বললেন বলিউডের ক্যুইন

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2023-01-26 18:52:59


প্রায় দেড় বছরের পর কঙ্গনা রানাউতের ট্যুইটার নির্বাসন (Twitter) উঠলো। এই সোশাল সাইটে ফিরে পেলেন অ্যাকাউন্ট। আর ট্যুইটারে ফিরেই স্বমহিমায় বলিউডের ক্যুইন। এবার পাঠান ক্রেজ নিয়ে সরব কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। ‘পাঠান’ ছবির (Pathan Movie) মুক্তির দিনেই বোমা ফাটালেন তিনি। তাঁর কথায়, 'ইন্ডাস্ট্রি মূর্খদের জায়গা। নোংরামি ছাড়া কিছু হয় না এখানে। যখনই কোনও সৃষ্টি বা রক্ত জল করা প্রয়াস সামনে আসে, আপনার মুখে ছুড়ে দেওয়া হবে অর্থের ঝঙ্কার। সিনেমা কতটা ভাল হল, তা মাপা হবে টাকার অঙ্কে। তা হলে শিল্পের আর দরকার কী? করুণা হয়।'

‘পাঠান’ ভাল, না খারাপ, তা নিয়ে অবশ্য ব্যক্তিগত মতামত জানায়নি কঙ্গনা। ট্যুইটারে ফিরে এসে কঙ্গনা জানান, 'এখানে ফিরে এসে ভাল লাগছে।'  ‘ইমার্জেন্সি’-র ছবি প্রসঙ্গে জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী জানান, 'ছবির শুটিং ভাল ভাবে শেষ হয়েছে'।

একাধিকবার বিদ্বেষমূলক মন্তব্যের জন্য বলিউডে বিতর্কের মুখে পড়েন কঙ্গনা। বারবার টুইটারের কম্যুনিটি নিয়মভঙ্গের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগে ২০২১-র মে মাসে বন্ধ করে দেওয়া হয় অভিনেত্রীর অ্যাকাউন্ট।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন