২৫ এপ্রিল, ২০২৪

Sidhu Musawala: লরেন্স বিষ্ণোইয়ের নামে এবার মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি, পুলিসের দ্বারস্থ পরিবার
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-08 15:26:38   Share:   

মুসেওয়ালার বাবাকে খুনের হুমকির অভিযোগ পেয়ে বুধবার মহীপাল নামে রাজস্থানের জোধপুরের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিস। দিল্লির বাহাদুরগড় এলাকায় তার হদিস পাওয়া গিয়েছে। ইমেলে এই হুমকি দেওয়া হয়েছে নিহত গায়ক সিধু মুসেওয়ালার বাবা বলকাউর সিং।

সন্দেহজনক সেই ব্যক্তির কাছ থেকে দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। মানসা থানার সিনিয়র সুপারিনটেনডেন্ট গৌরব তুরা বলেছেন, 'প্রাথমিক তদন্তের সময় জানা গিয়েছে, এ জে বিষ্ণোই নাম নিয়ে মহীপাল একটি ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছিল। এই নামে নেটমাধ্যমে তার প্রোফাইল রয়েছে। সিধুর বাবাকে ইমেল পাঠিয়ে সে আলোচনার কেন্দ্রে থাকতে চেয়েছিল বলে মনে হচ্ছে।'

মঙ্গলবার মহীপালের নামে তোলাবাজি এবং হুমকির অভিযোগ নথিভুক্ত হয়। বলকাউরের কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল, না হলে প্রাণহানির হুমকি পত্র দেওয়া হয়েছিল ওই ইমেলে। থানায় গিয়ে ইমেল আইডি জমা দেন সিধুর বাবা এবং সেখানে হিন্দিতে লেখা ছিল, লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার-এর বিরুদ্ধে স্বর তুললে বলকাউর-সহ পরিবারের অনেকের প্রাণহানির আশঙ্কা হতে পারে।

জাগরুপ রূপা ও মনপ্রীত মন্নুও মহীপালের হাতেই খুন হয়েছিল, ফলে বেশি প্রতিবাদ করলে বলকাউরেরও একই পরিণতি হবে। বেশ কিছু দিন আগেই মুসেওয়ালাকে শ্রদ্ধা জানাতে মানসা শহরে একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছিল এবং সংবাদমাধ্যমকে বলে হয়েছিল যে, 'সিধুর মৃত্যুর পরে আমি জানতে পেরেছি সে শুধু আমার ছেলে নয়, প্রতিটি পরিবারের ছেলে।'



Follow us on :