২৫ এপ্রিল, ২০২৪

Pushpa 2: পুষ্পা দুয়ের শ্যুটিং শুরুর দিনেই বিপত্তি! প্রযোজনা সংস্থার অফিসে আয়কর হানা
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-13 19:13:30   Share:   

এবার কর ফাঁকির অভিযোগ উঠল নামকরা এক প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। প্রথম সারির প্রযোজনা সংস্থা মিথরি মুভি মেকার্স (এম এম এম)-এর কার্যালয়ে সোমবার হাজির হয় আয়কর দফতর। সেদিনই ঘটনাচক্রে শুরু হয়েছিল  ‘পুষ্পা: দ্য রুল’-এর (Pushpa 2 : The Rule) শুটিং। ফলে প্রথম দিনে আয়কর কর্তাদের হানা সিনেমার শুটিং-এ প্রভাব ফেলে। ২০২১-র ১৭ই ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘পুষ্পা: দা রাইজ়।’ সেই সালের সবচেয়ে সুপারহিট এবং সর্বোচ্চ আয় করা ছবি। সূত্রের খবর প্রায় ৩৭৫ কোটি টাকার ব্যবসা করেছিল সিনেমাটি।  আয়কর দফতরে অভিযোগ করা হয়, উপার্জন অনুযায়ী কর দেয়নি ছবির  প্রযোজনা সংস্থা। সেই অভিযগের ভিত্তিতেই 'পুষ্পা-২' শুটিং-এর প্রথম দিনই হাজির হয়ে যান আধিকারিকরা। শুরু করেন জিজ্ঞাসাবাদ। প্রয়োজনীয় তদন্ত করতেও দেখা যায় তাঁদের।

আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দনা অভিনীত 'পুষ্পা: দা রাইজ' সিনেমার দ্বিতীয় পর্বের জন্য মুখিয়ে রয়েছেন  লাখ লাখ 'পুষ্পা' অনুরাগী। চলতি বছরের জুন মাসেই ছবির শ্যুটিং শুরুর কথা ছিল। যদিও তা হয়নি। আচমকাই শ্যুটিং পিছিয়ে দেন পরিচালক সুকুমার। জানা গিয়েছে,  নায়ক অল্লু অন্য কাজে ব্যস্ত থাকায় শুটিং শুরু করতে দেরি হয়। সদ্য রাশিয়া থেকে ফিরে কাজে যোগ দেন অভিনেতা। প্রযোজনা সংস্থা সূত্রে খবর ছিল, পুরোদমে শুটিং শুরু হবে ১২ ডিসেম্বর থেকে। তারপর শুরুর দিনেই বাধা পড়ল সেটে।


Follow us on :