খান পরিবারে ফের দুঃসংবাদ। এর আগে সংসার ভেঙেছে আরবাজ-মাইলকার। এবার ডিভোর্সের পথে সলমনের আরেক ভাই সোহেল খান। জানা গিয়েছে, সোহেল খানের দাম্পত্য সম্পর্ক বছর কয়েক ধরেই টালমাটাল ছিল। এক ছাদের তলায় থাকতেন না খান পরিবারের এই দুই সদস্য। এবার কাগজে-কলমেও আর স্বামী-স্ত্রী হিসাবে থাকছে চান না তাঁরা। সংবাদ সূত্রে খবর, ডিভোর্সের আবেদন জমা দিয়েছেন সোহেল খান ও তাঁর পত্নী সীমা খান। ২৪ বছরের দাম্পত্য ভাঙছে অবশেষে। এদিন মুম্বইয়ের এক পারিবারিক আদালতে হাজির হয়েছিলেন দুজনে। তবে একসঙ্গে নয়, আলাদা আলাদাই দেখা গেল তাঁদের।
সূত্রে জানা গিয়েছে, সোহেল খান এবং সীমা সচদেব আদালতে হাজির হয়েছিলেন। তাঁরা ডিভোর্সের আবেদন জানিয়েছেন। এটা মিউচুয়াল ডিভোর্স হতে চলেছে।
বিবাহবিচ্ছেদের ব্যাপারে এখনও কোনওরকম আনুষ্ঠানিক বিবৃতি জারি করেননি দুজনে। ১৯৯৮ সালে সোহেল আর সীমা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁদের দুই সন্তান, নির্ভান এবং ইয়োহান। ২০১৭ সালে প্রথম তাঁদের ডিভোর্সের গুঞ্জন শোনা গিয়েছিল। এরপর নেটফ্লিক্সের শো ‘দ্য ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’-এ স্পষ্ট হয়েছিল এক ছাদের তলায় থাকেন না তাঁরা।