২৬ এপ্রিল, ২০২৪

Sumitra Sen: প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-03 12:05:42   Share:   

বছরের শুরুতেই সঙ্গীতজগতে ইন্দ্রপতন। প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন (Sumitra Sen)। মৃত্যুকালে (Death) তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। ফুসফুসে ধরা পরে ব্রঙ্কোনিউমোনিয়া। যা শরীরের অন্যান্য অংশে প্রভাব ফেলে। বেশ কিছুদিন ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। সোমবার তাঁকে বালিগঞ্জের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই মঙ্গলবার ভোরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এই দুঃসংবাদ ফেসবুকে জানিয়েছেন তাঁর কন্য়া রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবণী সেন। তিনি লিখেছেন, “আজ মা ভোরে চলে গেল”। জানা গিয়েছে, গত ২১ ডিসেম্বর সুমিত্রা সেনের শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই শিল্পীর ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়ে। সোমবার বাড়ি নিয়ে আসা হয়। বাড়ি থেকেই চিকিৎসা চলবে বলে সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। শিল্পীর প্রয়াণে শোকাহত সংগীতজগত।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করে জানিয়েছেন, তাঁর প্রয়াণে সংগীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল। পাশাপাশি শিল্পীর দুই কন্যা শ্রাবণী সেন এবং ইন্দ্রানী সেনকে  অনুরাগীদের সমবেদনা জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০১১ সালে রবীন্দ্রসদনের দায়িত্ব পেয়েছিলেন তিনি। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১২ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে। তাঁর দুই মেয়েও সুরের দাপটে সঙ্গীত জগতে নিজেদের জায়গা করে নিয়েছেন। সবশেষে বলতেই ইচ্ছে করছে, "মনে কী দ্বিধা রেখে গেলে চলে।"


Follow us on :