২৫ এপ্রিল, ২০২৪

Raju Srivastava: চিকিৎসকদের দীর্ঘ লড়াইয়ের ফল, ১৫ দিন পর জ্ঞান ফিরে পেলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-25 16:18:56   Share:   

কোটি কোটি ভক্তের প্রার্থনা ও চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে অবশেষে ১৫দিন পর সাড়া দিলেন জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান (Comedian) তথা অভিনেতা রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। গত ১০ অগাস্ট জিমে ওয়ার্কআউট করতে গিয়ে হার্ট অ্যাটাকের (Heart Attack) শিকার হয়েছিলেন রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। ট্রেডমিলে ওয়ার্কআউট করার সময় আচমকা বুকে ব্যথা শুরু হয়েছিল কৌতুকশিল্পীর। তারপরেই সেখানে অজ্ঞান হয়ে যান। জিমের প্রশিক্ষক তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। আপাতত বিপদমুক্ত না হলেও সামান্য উন্নতি হচ্ছে রাজুর শরীর বলে জানান ঘনিষ্ঠ এক আত্মীয়।

বর্তমানে তিনি দিল্লির এইমসে চিকিৎসাধীন। চিকিৎসকদের তত্ত্বাবধানে এখনও চিকিৎসা চলছে তাঁর। এর আগেও হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন রাজু। আবার সেদিন তাঁর অ্যাঞ্জিওপ্ল্যাস্টি হয়। বুকে দু’টি স্টেন্ট বসানো হয়। উল্লেখ্য, রাজু শ্রীবাস্তব উত্তরপ্রদেশের ফিল্ম বিকাশ পরিষদের চেয়ারম্যান। তাঁর পরিচিতি 'গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ' থেকে। তাঁকে দেখা গিয়েছিল হৃত্বিক রোশনের সঙ্গে 'ম্যায় প্রেম কি দিওয়ানি হু' ছবিতে। এছাড়াও বম্বে টু গোয়া, বাজিগর, আমদানি আঠানি খরচা রুপাইয়া ছবিতে। এছাড়াও বিগ বসের মত রিয়্যালিটি শো-এর তৃতীয় সিজনেও ছিলেন তিনি।

এছাড়াও কমেডি নাইটস উইথ কপিল', 'মজাক মজাক ম্যয়' একাধিক কমেডি শো করেছেন এই কমেডিয়ান।


Follow us on :