অনন্য সম্মান দীপিকার (Deepika Padukone) ঝুলিতে। কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival 2022) বিচারকের তালিকায় জায়গা করে নিলেন বলিউডের হার্টথ্রব দীপিকা পাডুকোন। বেশ কয়েক বছর ধরে রেড কার্পেটে অংশগ্রহণ করেছিলেন দীপিকা। এবার একেবারে বিচারকের আসনে।
খবরটি প্রকাশ পেয়েছে কানের অফিসিয়াল ওয়েবসাইটে। ২৬ শে এপ্রিল প্রকাশিত বিচারকদের তালিকায় দেখা গেছে দীপিকার নাম। আর তাঁর নামের পাশে রয়েছে অভিনেত্রী, প্রযোজক এবং জনদরদি ইত্যাদি বিশেষণ। এছাড়া দীপিকা পাডুকোন (Deepika Padukone) এই খবর নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছেন। এরপর থেকেই শুভেচ্ছাবার্তায় ভরে দিয়েছে দীপিকার ইনস্টাগ্রাম প্রোফাইল।
বলিউডে সেরা অভিনেত্রী হিসেবেও সকলের মন জয় করেছেন দীপিকা। এবার সেই দীপিকা পাড়ুকোনের মুকুটে আরও একটি পালক যোগ হতে চলেছে। ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে জুরি বিভাগে স্থান পেতে চলেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। চলচ্চিত্র জগতের তথা বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব, কান চলচ্চিত্র উৎসব। এখানে বিশ্বের সেরা সেরা সিনেমাগুলিকে দেখানো হয়।
এবারের কান চলচ্চিত্র উৎসবে জুরির সভাপতি হবেন ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিন্ডন। দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুরিতে যোগ দিতে চলেছেন ইরানি পরিচালক আশগার ফারহাদি (Asghar Farhadi), সুইডিশ অভিনেত্রী নোমি রাপেস (Noomi Rapace), অভিনেত্রী–চিত্রনাট্যকার ও প্রযোজক রেবেকা হল (Rebecca Hall), ইতালিয়ান অভিনেত্রী জ্যাসমিন ত্রিনকা (Jasmine Trince), ফরাসি পরিচালক ল্যাডজে লি (Ladj Ly), মার্কিন পরিচালক জেফ নিকোলস (Jeff Nichols) ও নরওয়ের পরিচালক জোয়াচিম ট্রায়ার। পাঁচজন পুরুষ ও চারজন মহিলা জুরি, যাঁরা এই বছরের পালমে ডি’অর পুরস্কারের বিজয়ীদের বেছে নেবেন।
উল্লেখ্য, চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ উৎসব কান চলচ্চিত্র উৎসব (Cannes Film Festival)। ১৭ মে থেকে শুরু হচ্ছে এই সেলিব্রেশন। আর ২৮ মে পর্যন্ত চলবে এই উৎসব। তবে এবার ভারতীয়দের কাছে তা বেশি আকর্ষণীয় হতে চলেছে।