২৮ মার্চ, ২০২৪

Bollywood: নতুন পার্লামেন্টের উদ্বোধনে বিশেষ বার্তা শাহরুখ-অক্ষয়-অনুপমের
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-28 12:26:44   Share:   

ভারতের নতুন সংসদ ভবনের (Parliament) উদ্বোধন অনুষ্ঠান রবিবার। এদিন সকাল থেকেই সাজো সাজো রব নতুন পার্লামেন্টে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে সব ধর্মের আরাধনা দিয়ে শুরু হচ্ছে এই অনুষ্ঠান। এই নতুন সংসদ ভবনের নতুন আকর্ষণ স্বর্ণ দিয়ে তৈরী 'রাজদণ্ড' অর্থাৎ 'সেঙ্গল'। লোকসভার স্পিকারের আসনের পাশেই থাকবে এই সেঙ্গল। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন কর্মসূচি করে ফেলেছেন। এই বিশেষ দিনে বিশেষ বার্তা দিয়েছে বলিউড (Bollywood)। সিনেমা জগতের তিন তারকা শাহরুখ খান, অক্ষয় কুমার এবং অনুপম খের নিজের সামাজিক মাধ্যমে নতুন পোস্ট শেয়ার করেছেন।

নতুন সংসদ ভবনের একটি  ভিডিও পোস্ট করেছেন শাহরুখ। সেই ভিডিওর আবহতে অভিনেতা বলছেন, 'ভারতের নতুন সংসদ ভবন, আমাদের আশার নতুন ঘর। আমাদের সংবিধান সামলান যারা তাঁদের জন্য এমন একটি ঘর, যেখানে ১৪০ কোটি ভারতীয় একটি পরিবার। এই নতুন ঘর এতটাই বড় হোক, যেন এখানে দেশের প্রত্যেকটি প্রান্ত-প্রদেশ-গ্রাম-শহর কোণা কোণার জন্য জায়গা হয়। এর বাহু এতটাই বড় হোক, যাতে প্রত্যেকটা জাতি-ধর্ম একে অপরকে ভালোবাসতে পারে।' আরও কী বলেছেন অভিনেতা শুনুন।

ভিডিও আপলোড করেছেন অভিনেতা অক্ষয় কুমারও। তিনি বলছেন, 'ভারতের উন্নতিতে গর্ব হয় এমন প্রত্যেকটি মানুষের মতো এই নতুন পার্লামেন্টের ছবি দেখে অন্যরকম আনন্দ হচ্ছে। মনে আছে, ছোটবেলায় আমি যখন দিল্লি থাকতাম, বাবা-মায়ের হাত ধরে ইন্ডিয়া গেটের আশেপাশে ঘুরতে যেতাম, তখন দেখতাম বেশিরভাগ বিল্ডিং ইংরেজদের তৈরী করা। আজ এই এত বড় স্থাপত্য দেখে আমার মন গর্বে ভরে গিয়েছে।'

অভিনেতা অনুপম খের বলছেন, 'এই ভবন শুধু একটি ভবন নয়, ১৪০ কোটি দেশবাসীর স্বপ্ন। এই সংসদ ভবন তাঁদের আশার প্রতীক, তাঁদের স্বাভিমানের হস্তাক্ষর। এটি বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রের জয় ঘোষণা। এটি আমাদের লোকতন্ত্রের প্রতীক।'



Follow us on :