০১ অক্টোবর, ২০২৩

Kriti Sanon: 'প্রত্যেক প্রজন্মের উচিৎ আদিপুরুষ দেখা', বিশেষ বার্তা কৃতির
CN Webdesk      শেষ আপডেট: ০১ অক্টোবর, ২০২৩   Share:   

চলতি বছরের ১৬ জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে 'আদিপুরুষ' (Adipurush) সিনেমাটি। সারা ভারতে হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় ও মালায়ালম ভাষায় মুক্তি পেতে চলেছে সিনেমাটি। হিন্দু ধর্মগাঁথা 'রামায়ণ'-এর উপর তৈরী হয়েছে সিনেমার কাহিনী। ছবিতে রামের ভূমিকায় দেখা যাবে প্রভাসকে। সীতার ভূমিকায় কৃতি শ্যানন (Kriti Sanon) অভিনয় করবেন। রাবনের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে। সম্প্রতি সিনেমার প্রচারে এসে কৃতি শ্যানন নিজের মন্তব্য দিলেন।

কৃতি বলেছেন, 'এই সিনেমাটি আমার জন্য বিশেষ। এই ছবির অঙ্গ হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আমি বিশ্বাস করি, ছবিটি আমাদের সংস্কৃতি এবং ইতিহাসের অঙ্গ।' অভিনেত্রী আরও বলেন, 'প্রত্যেকটি প্রজন্ম, বিশেষ করে বাচ্চাদের এই সিনেমাটি অবশ্যই দেখা উচিৎ। আমরা ছোটবেলায় বাড়ির বড়োদের থেকে রামায়ণ ও মহাভারতের গল্প শুনেছি। তবে আমি মনে করি, চোখে দেখা গল্পের আলাদা প্রভাব পড়বে বর্তমান প্রজন্মের উপর।'

কৃতি আরও যোগ করেন, 'অনেক লম্বা সময় আমরা এই গল্পটিকে পর্দায় দেখিনি। প্রথমবার এই গল্পটি থ্রিডিতে আসছে। এই সিনেমার পবিত্রতা নতুন প্রজন্মের মন ছুঁয়ে যাবে।'


Follow us on :