বিগ বস ওটিটি গার্ল উরফি জাভেদ মানেই সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার হাতছানি। ভিন্ন স্বাদের বোল্ড ফ্যাশন স্টেটমেন্টে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ বাড়ান উরফি। কখনও নিজের গোটা শরীর পোস্টকার্ড সাইজের ছবি দিয়ে ঢাকেন, তো কখনও আবার সারা শরীর জুড়ে থাকে কাঁচের টুকরো। শরীরে সেপটিপিন আটকেও যে সোশ্যাল মিডিয়ায় সেনসেশন গার্ল হয়ে ওঠা যায়, সেই প্রমাণ দিয়েছেন হট অ্যান্ড বোল্ড উরফি জাভেদ। এবার রেজার ব্লেডের তৈরি পোশাক পরে তাঁর ফ্যাশনে নতুন মাত্রা দিয়েছেন তিনি। যদিও অনেকে তাঁর সাহসী পোশাকের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার অভিনেত্রীকে ট্রোলও করেছেন।
সেলিব্রিটি ফটোগ্রাফার ভাইরাল ভায়ানি রেজার ব্লেড দিয়ে তৈরি পোশাকে উরফি জাভেদের একটি ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। উরফি ভক্তরা তাঁর নিত্য নতুন বোল্ড ফ্যাশন স্টেটমেন্ট বেশ এনজয় করেন। তাঁদের মধ্যে অনেকেই উরফির নতুন ফ্যাশনের কদর করেছেন। কিন্তু, অনেকে আবার তাঁর এই বোল্ডনেসকে মোটেই তোল্লাই দেননি। কমেন্ট বক্সে নেটিজেনদের কটাক্ষের শিকারও হতে হচ্ছে তাঁকে।
একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, "সাহসী হওয়ার চেষ্টা করবেন না। আপনি আঘাত পেতে পারেন।" অন্য একজন ভক্ত মন্তব্য করেছেন, "আপনি সত্যিই তীক্ষ্ণ।"
অনেকেই উরফির প্রচেষ্টার প্রশংসা করেছেন এবং কমেন্টে রেড হার্ট এবং ফায়ার ইমোজিও জুড়ে দিয়েছেন। অন্যদিকে অভিনেত্রীকে ট্রোল করে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, "দিদি ৫ টাকায় আপনি কয়টি ব্লেড দেন"।