২৬ এপ্রিল, ২০২৪

Tollywood: মারণ ব্যাধির কামড়, প্রয়াত জননী ধারাবাহিক খ্যাত পরিচালক বিষ্ণু পাল চৌধুরী
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-08 17:32:41   Share:   

প্রয়াত দূরদর্শনের অন্যতম সফল ধারাবাহিক ‘জননী’র পরিচালক বিষ্ণু পাল চৌধুরী। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় বিষ্ণুবাবুর। ফুসফুসে ক্যান্সার ধরা পড়ায় দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। চিকিৎসার জন্য মুম্বই গিয়ে কেমো নিয়েছিলেন এই প্রবীণ পরিচালক। তারপর ৬ ডিসেম্বর কলকাতায় ফেরেন। ফিরে এসেই শারীরিক অবস্থার আরও অবনতি হয় তাঁর। তখনই তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। সেখানেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় বিষ্ণু পাল চৌধুরীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭।

জানা গিয়েছে, তিন সপ্তাহ পর আবার কেমো নেওয়ার কথা ছিল প্রয়াত পরিচালকের।  প্রসঙ্গত, নব্বইয়ের দশকের জনপ্রিয় ধারাবাহিক ‘জননী’র হাত ধরেই ইন্ডাস্ট্রিতে খ্যাতিলাভ করেন বিষ্ণু পাল চৌধুরী। প্রয়াত অভিনেত্রী সুপ্রিয়া দেবী অভিনীত এই ধারাবাহিক এখনও পর্যন্ত অন্যতম দীর্ঘ মেগা হিসাবে স্বীকৃত। 


Follow us on :