দীর্ঘ আট মাস মামলা চলার পর মাদক মামলায় ক্লিনচিট পেয়েছিলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। মাদককাণ্ডে জেল হেফাজতেও ছিলেন বেশ কয়েকদিন। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবির তরফে জানিয়েছিল, মাদকচক্র বা মাদক মামলার সঙ্গে আরিয়ানের যুক্ত থাকার কোনও প্রমাণ মেলেনি। মামলার রায় বেরোনোর পর ধীরে ধীরে ছন্দে ফিরছিল শাহরুখ পরিবার। কিন্তু ফের সমালোচনার মুখে পড়ল খান পরিবার। সম্প্রতি আরিয়ানের নাইটক্লাবে পার্টি করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।
আরিয়ান খানের ফ্যান ক্লাবই মুম্বইয়ের এই নাইটক্লাবের ভিডিওটি পোস্ট করে। আর ভিডিওর ক্যাপশনে লেখা-"গতকাল রাতের পার্টিতে আরিয়ান।" ভিডিওতে শাহরুখ পুত্রকে কালো টি-শার্টে দেখা গিয়েছে। বারের পাশে দাঁড়িয়ে পানীয়ের গ্লাস হাতে নিয়ে মাস্ক খুলে কয়েক সেকেন্ডের মধ্যে শেষ করে দিলেন। তারপর আবার মাস্কটা তুলে নেন। অনুরাগীরা চিনতে পেরে ক্যামেরাবন্দি করেন।
প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে মুম্বই বন্দরে দাঁড়িয়ে থাকা এক প্রমোদতরী থেকে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করা হয়েছিল আরিয়ান খানকে। আদালতে একাধিক শুনানি হয়। নাটকীয়তার মধ্যে দিয়েই গত ২৮ অক্টোবর জামিন পান শাহরুখ পুত্র। বম্বে হাইকোর্টের নির্দেশে ৩০ অক্টোবর ছাড়া পান আরিয়ান। তদন্ত সংস্থা মে মাসে দায়ের করা একটি চার্জশিটে বলে, আরিয়ান খানের বিরুদ্ধে এমন কোনও তথ্যপ্রমাণ নেই যার থেকে প্রমাণ হতে পারে যে কোনও মাদক চক্রের সঙ্গে যোগ রয়েছে তাঁর।